গাইঘাটা, 25 জুন:ভাইয়ে ভাইয়ে অশান্তি দীর্ঘদিনের । প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়িতে অশান্তি করত ছোট ভাই । আর সেই অশান্তির জেরে ছোট ভাইয়ের হাতে খুন হতে হল দাদাকে ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার রামপুর খড়ের মাঠ এলাকায় । পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জয়দেব সরকার (52)। তাঁর মাথার কাঠ দিয়ে ছোট ভাই শ্যাম সরকার আঘাত করে বলে অভিযোগ । এর জেরেই মৃত্যু হয় জয়দেবের ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, জয়দেবরা তিন ভাই । বড় এবং মেজভাই বিয়ে করে আলাদা হয়ে গিয়েছেন । ছোট ভাই শ্যাম বড় দাদা জয়দেবের সঙ্গেই থাকত । অভিযোগ, শ্যাম প্রতিদিন নেশা করে বাড়ি ফিরত এবং কখন বড়ভাই তো কখনও মেজোভাইয়ের সঙ্গে অশান্তি করত সে । মদ খাওয়ার জন্যই মূলত অশান্তি হত বলে দাবি পরিবারের সদস্যদের ।
মেজভাই সহদেব এই বিষয়ে জানিয়েছেন, প্রতিদিনের মত এদিন রাতেও মদ খেয়ে বাড়ি ফিরেছিল শ্যাম । বাড়ি ফিরে দাদার সঙ্গে ঝামেলা শুরু করে সে । তাঁর কথায়, "এক সময় দাদা এবং ভাইয়ের ঝামেলা মিটিয়ে ছোট ভাইকে ঘরে ঢুকিয়ে দিয়ে আমি আমার ঘরে চলে যাই । কিছু সময় পর ফের দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয় । ঘর থেকে বেরিয়ে দেখি দাদা দরজায় জ্ঞানহীন অবস্থায় পড়ে রয়েছে । তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে । মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে । পরবর্তীতে স্থানীয়দের ডেকে দাদাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাই । সেখানে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন ।"
আরও পড়ুন: পথকুকুরদের খাবার দেওয়ায় রোষের মুখে তরুণী, ছুরি-ব্লেড নিয়ে হামলা দুষ্কৃতীদের
সহদেবের দাবি, ভাই দাদাকে কাঠ দিয়ে মাথায় বাড়ি মেরেছে । সেই কারণেই জয়দেব সরকারের মৃত্যু হয়েছে । স্থানীয়রা জানিয়েছেন, শ্যাম মদ খেয়ে প্রতিদিন শুধু বাড়িতে অশান্তি ঝামেলা করত তা নয় । এলাকাবাসীর সঙ্গেও ছোট খাট বিষয় নিয়ে ঝামেলা করত । শ্যামের জন্য এক প্রকার অতিষ্ট হয়ে উঠেছিলেন এলাকাবাসী । জয়দেবের মৃত্যুতে ক্ষোভে ফুসছে এলাকাবাসী । শ্যামের উপযুক্ত শাস্তির দাবি করছেন তারা । রবিবার সকাল থেকেই থমথমে ছিল খড়ের মাঠ এলাকা । ঘটনার পর থেকে এলাকা ছাড়া অভিযুক্ত শ্যাম । তবে রবিবার রাত পর্যন্ত গাইঘাটা থানায় কোনও লিখিত অভিযোগ জমা পরেনি বলে খবর ৷