বারাসত, 22 জুন : সন্দেশখালি, ভাটপাড়ার পর এবার আমডাঙা। BJP কর্মী খুনে ফের উত্তেজনা ছড়াল উত্তর 24 পরগনায়। এবার ঘটনাস্থান আমডাঙার বহিসগাছি গ্রাম। মৃতের নাম নাজমুল করিম ।
তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে শাসকদল। বছর পঁচিশের নাজমুল আগে CPI (M)-র সমর্থক ছিল । লোকসভা ভোটের পর BJP তে নাম লেখায়।
গতরাতে বাড়ির কাছের একটি দোকানে ওষুধ আনতে গেছিল নাজমুল। ফেরার সময় রাস্তায় তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সে। অভিযোগ, বচসা চলাকালীন মহম্মদ রাকেশ নামে এক তৃণমূল কর্মী রাস্তায় পড়ে থাকা চ্যালা কাঠ দিয়ে নাজমুলের মাথায় সজোরে আঘাত করে ।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নাজমুল । গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা ।
এরপর নাজমুলকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার RG কর হাসপাতালে। আজ ভোরে সেখানেই মৃত্যু হয় ওই BJP কর্মীর ।
এই খবর বহিসগাছি গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন BJP কর্মীরা । আমডাঙা থানার পুলিশ ঘটনাস্থানে গেলে বিক্ষোভ শুরু হয় । পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় । উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
BJP নেতা অরিন্দম দে বলেন, "BJP-র যুক্ত হওয়ায় শাসকদলের চক্ষুশূল হয়ে ওঠেন নাজমুল। সেই কারণে পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে । অবিলম্বে খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আমরা আন্দোলনে নামব । "
এদিকে এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ উড়িয়ে পারিবারিক বিবাদের দিকেই আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা গোপাল কাঞ্জিলাল । তিনি বলেন, "আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। পুলিশ তদন্ত করলেই আসল ঘটনা সামনে আসবে। " এদিকে,আজ নিহতের বাড়িতে যাওয়ার কথা ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের । দুপুরে নিহত কর্মীর দেহ নিয়ে BJP মিছিল করবে ।