পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Electrocution Death : খড়দার ঘটনার পুনরাবৃত্তি আগরপাড়ায়, জমা জলে বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের - আগরপাড়া

খড়দার পর এবার আগরপাড়া ৷ জমা জলে তড়িদাহত হয়ে গিয়েছিল বাড়ির কলাপসিবল গেট ৷ তা খুলতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বৃদ্ধের ৷ ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে তারাপুকুর অঞ্চলে ৷

আগরপাড়ায় জমা জলে বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের
আগরপাড়ায় জমা জলে বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

By

Published : Sep 23, 2021, 12:33 PM IST

Updated : Sep 23, 2021, 1:14 PM IST

আগরপাড়া, 23 সেপ্টেম্বর : ক'দিনের টানা বৃষ্টিতে জল জমেছিল বাড়ির দরজার ঠিক সামনেই ৷ তাতেই সমস্যা তৈরি হয় বিদ্যুৎ সংযোগে ৷ বাড়ি থেকে বেরতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হলেন বৃদ্ধ ৷ মৃত্যু হয়েছে তাঁর ৷ মৃতের নাম দীপক চৌধুরী । বয়স 65 বছর । খড়দার পর আগরপাড়াতেও প্রায় একই ধরনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

ঘটনাটি ঘটেছে আগরপাড়ার তারাপুকুর অঞ্চলে । গতকাল রাতে বাড়ির কাজে বাইরে গিয়েছিলেন দীপক চৌধুরী । কাজ সেরে ফিরে বাড়ির কলাপসিবল গেট খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন ৷ টানা বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়েছে তাঁর বাড়ি-সহ গোটা এলাকা । জমা জলে দীপক চৌধুরীর বাড়ির কলাপসিবল গেটটি তড়িদাহত হয়েছিল ৷ তা খুলতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন বৃদ্ধ ৷ জমা জলে পড়ে যান । বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা বিদ্যুৎ বিভাগ এবং খড়দা থানায় খবর দেন ৷ বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন । খড়দা থানা পুলিশ গুরুতর অসুস্থ অবস্থায় দীপকবাবুকে উদ্ধার করে স্থানীয় বলরাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ।

খড়দার ঘটনার পুনরাবৃত্তিতে আতঙ্কে রয়েছেন আগরপাড়ার তারাপুকুর অঞ্চলের বাসিন্দারা

এলাকাবাসীর অভিযোগ, এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে ৷ একটু বৃষ্টি হলেই জল জমে যায় । এছাড়াও নজরদারির অভাব রয়েছে । সরকারের তরফে একা থাকা বয়স্ক এবং মহিলাদের জন্য বিশেষ নজরদারির কথা বলা হয়েছিল ৷ কিন্তু এই ঘটনায় তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের মধ্যে ।

প্রসঙ্গত, দিন দশেক আগেই একই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে খড়দা থানার পাতুলিয়া সরকারি আবাসনে ৷ বাড়িতে বৃষ্টির জমা জল থেকে বিদ্যুর সংযোগে সমস্যা তৈরি হয় ৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একই পরিবারের 3 সদস্যের ৷

আরও পড়ুন : 3 die of electrocution : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খড়দায় একই পরিবারের 3 জনের মৃত্যু

Last Updated : Sep 23, 2021, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details