আগরপাড়া, 23 সেপ্টেম্বর : ক'দিনের টানা বৃষ্টিতে জল জমেছিল বাড়ির দরজার ঠিক সামনেই ৷ তাতেই সমস্যা তৈরি হয় বিদ্যুৎ সংযোগে ৷ বাড়ি থেকে বেরতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হলেন বৃদ্ধ ৷ মৃত্যু হয়েছে তাঁর ৷ মৃতের নাম দীপক চৌধুরী । বয়স 65 বছর । খড়দার পর আগরপাড়াতেও প্রায় একই ধরনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷
ঘটনাটি ঘটেছে আগরপাড়ার তারাপুকুর অঞ্চলে । গতকাল রাতে বাড়ির কাজে বাইরে গিয়েছিলেন দীপক চৌধুরী । কাজ সেরে ফিরে বাড়ির কলাপসিবল গেট খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন ৷ টানা বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়েছে তাঁর বাড়ি-সহ গোটা এলাকা । জমা জলে দীপক চৌধুরীর বাড়ির কলাপসিবল গেটটি তড়িদাহত হয়েছিল ৷ তা খুলতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন বৃদ্ধ ৷ জমা জলে পড়ে যান । বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা বিদ্যুৎ বিভাগ এবং খড়দা থানায় খবর দেন ৷ বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন । খড়দা থানা পুলিশ গুরুতর অসুস্থ অবস্থায় দীপকবাবুকে উদ্ধার করে স্থানীয় বলরাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ।