বারাসত, 25 মে : দত্তপুকুরে গাছ চাপা পড়ে মৃত যুবক । নাম দেবাশিস শীল (25) । দত্তপুকুর থানার চালতাবেরিয়া এলাকার যশোর রোডের ঘটনা । পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যা থেকেই ঝড়-বৃষ্টি হয় কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায় । যার ফলে যশোর রোডের উপর নতুন রাস্তা মোড়ে একটি গাছ উপড়ে রাস্তায় পড়ে যায় । চাপা পড়েন তিনজন । তাদের মধ্যে দু'জনকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে গেলে একজন অর্থাৎ দেবাশিসকে মৃত বলে ঘোষণা করা হয় । অন্যদিকে, গাছ পড়ে যাওয়ায় ব্যাহত হয় এলাকার যানচলাচল । সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরদিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পূর্বাভাস দেয় আলিপুর আবহাওয়া অফিস । সেই মতোই সন্ধ্যা ছ'টা নাগাদ শুরু হয় ঝড়-বৃষ্টি । ঝড়ের দাপটে যশোর রোডের ধারে একটি বিশাল গাছ উপড়ে পড়ে । তাতেই বাধে বিপত্তি । স্থানীয়দের থেকে জানা গেছে, সেই সময় গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন দেবাশিস । গাছটি আচমকাই তাঁর উপর পড়ে । প্রাথমিকভাবে তাঁকে উদ্ধার করতে স্থানীয়রা নামলেও পরে ফরেস্ট ডিপার্টমেন্টকে ডাকা হয় । তারা এসে দেবাশিসকে উদ্ধার করে ।
ঝড়ের দাপটে গাছ উপড়ে মৃত 1 - kolkata
দত্তপুকুরে গাছে চাপা পড়ে মৃত যুবক । ব্যহত এলাকার যান চলাচল ।
ঘটনাস্থানের ছবি
ঘটনার জেরে যশোর রোডে ব্যাহত হয় যানচলাচল । অফিস টাইম হওয়ায় যানজট বাড়ে এলাকায় । ঘণ্টাখানেকের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায় রাস্তা । এখনও চলছে রাস্তা সাফাইয়ের কাজ ।