পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাইকেলের ধাক্কা লাগায় মারধর, হাসপাতালে মৃত্যু ব্য়ক্তির - Nimta

গায়ে সাইকেলের ধাক্কা লাগায় মারধর করা হয় যুবককে ৷ ঘটনায় গুরুতর জখম হলে হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ আজ ভোরে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্তরা পলাতক ৷

বিকাশ মাঝি
বিকাশ মাঝি

By

Published : Feb 7, 2020, 11:20 AM IST

Updated : Feb 7, 2020, 1:12 PM IST

নিমতা, 7 ফেব্রুয়ারি : সাইকেল দিয়ে ধাক্কার মারার অভিযোগে ব্য়াপক মারধর করা হয়েছিল বিশরপাড়ার উত্তর সপ্তগ্রামের বাসিন্দা বিকাশ মাঝিকে ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় SSKM হাসপাতালে ভরতি করানো হয় ৷ আজ তাঁর মৃত্য়ু হয় ৷ অভিযুক্তরা পলাতক ৷ তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ ৷

স্থানীয়রা জানান, 1 ফেব্রুয়ারি ছেলেকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন বিকাশ ৷ সেসময় রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করছিলেন সুমিতা সিংহ ও দীপালি দাস ৷ বিকাশ অনেকবার সরতে বলে বেল বাজালেও তাঁরা রাস্তা থেকে সরে দাঁড়াননি ৷ বাধ্য হয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন বিকাশ ৷ সেসময় তাঁদের গায়ে সাইকেল সামান্য ধাক্কা লেগে যায় ৷ তারপরই দীপালি তাঁর স্বামী সুজয় দাসকে ডেকে আনেন ৷ সাইকেলে ধাক্কা লাগার কারণে মারধর করা হয় বিকাশকে ৷ ঘটনাস্থানেই সংজ্ঞা হারান তিনি ৷

হঠাৎ করে কী হয়ে গেল বুঝতে পারছেন না বিকাশ মাঝির স্ত্রী

খবর যায় বিকাশের বাড়িতে ৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে মৃত্যু হয় তাঁর ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় নিমতা থানায় ৷ পুলিশ আসার আগেই এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷

Last Updated : Feb 7, 2020, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details