বরানগর, 3 জুন : এক মাসের ইএমআই 2 বার কেন কাটা হল জানতে ব্যাঙ্কে গেলে গ্রাহককে মারধর করার অভিযোগ উঠল বরানগরের একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীদের বিরুদ্ধে । রাজারহাট নারায়ণপুর এলাকার গাঁতি এলাকার বাসিন্দা বিপুল সাহুকে গতকাল ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । আরও অভিযোগ, আজ নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে । অগত্যা ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবং সাইবার ক্রাইমের ই-মেইল আইডিতে অভিযোগ জানান আক্রান্ত ব্যক্তি ।
জানা গিয়েছে, বিপুল সাহু ইএমআইতে গতবছর একটি বাইক কিনেছিলেন । গত বছরের একটি ইএমআই দিতে পারেননি তিনি । তারপর এক মাসে দুটি ইএমআই-এর টাকা কেটে নেওয়া হয় । ইএমআই অ্যাকাউন্ট বন্ধ হওয়ার সময় দেখা যায়, অতিরিক্ত এক মাসের ইএমআই কাটা হয়েছে । কেন এটা করা হল তা জানতে, বারবার ব্যাংকের শাখায় ফোন করেছেন তিনি । সদুত্তর মেলেনি । গতকাল ইএমআই অ্যাকাউন্ট বন্ধ করতে তিনি ব্যাংকে হাজির হন ।