দত্তপুকুর, 21 অগস্ট: পারিবারিক বিবাদের জেরে স্ত্রী'কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন স্বামী । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দত্তপুকুরের সুভাষ নগরে (Duttapukur Murder Case) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মায়ারানি দাস (50) । আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্বামী প্রেমানন্দ দাস চিকিৎসাধীন বারাসত জেলা হাসপাতালে (man attempts suicide after killing wife) ।
জানা গিয়েছে, আর্থিক অনটনের জেরে স্বামী-স্ত্রী'র মধ্যে প্রায়শই বিবাদ লেগে থাকত । তার জেরেই এই ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক চিলতে বাড়িতে থাকতেন ওই দম্পতি । তাঁদের ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন । মেয়ের বিয়ে হয়েছে পাশের পাড়াতেই । বয়সের কারণে প্রেমানন্দ ছোটখাটো কাজ করতেন । তাঁর সামান্য আয়ে কোনওরকমে সংসার চলত দু'জনের । আর্থিক অনটন লেগেই থাকত সংসারে । এই নিয়ে প্রায়শই ঝগড়া হত স্বামী-স্ত্রীর মধ্যে ।
পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর আরও পড়ুন : ফেসবুকে পুলিশ কমিশনারের নামে কু-রুচিকর মন্তব্য়, ধৃত যুবক
রবিবার সকালে ওই দম্পতির মধ্যে অশান্তি চরমে ওঠে । অভিযোগ, অশান্তি চলাকালীন ওই ব্যক্তি ঘরের ভিতর থেকে একটি ধারালো অস্ত্র এনে কোপাতে থাকেন স্ত্রীকে । এরপর নিজেও সেই অস্ত্র দিয়ে গলায় আঘাত করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন । মহিলার গোঙানির শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন, খাটে উবুড় হয়ে পড়ে আছেন তিনি । সারা ঘর রক্ত ভেসে যাচ্ছে । মহিলার স্বামীও রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন । এমন দৃশ্য দেখে আঁতকে ওঠেন সকলে । দেরি না করে খবর দেওয়া হয় পুলিশে ।
খবর পেয়ে স্থানীয় নীলগঞ্জ ফাঁড়ি থেকে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে । বারাসত জেলা হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হলে সেখানেই মায়ারাণি দাস'কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (man killed his wife at Duttapukur) । মৃতার স্বামী প্রেমানন্দের অবস্থাও যথেষ্ট সঙ্কটজনক । আপাতত তাঁর চিকিৎসা চলছে বারাসত জেলা হাসপাতালে । দত্তপুকুর থানার পুলিশ জানিয়েছে, একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত চলছে ৷