পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Duttapukur Murder Case পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর (old man attempts suicide after killing wife) । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দত্তপুকুরে (Duttapukur Murder Case) ৷

Duttapukur Murder Case
Etv Bharat

By

Published : Aug 21, 2022, 10:46 PM IST

Updated : Aug 21, 2022, 10:58 PM IST

দত্তপুকুর, 21 অগস্ট: পারিবারিক বিবাদের জেরে স্ত্রী'কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন স্বামী । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দত্তপুকুরের সুভাষ নগরে (Duttapukur Murder Case) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মায়ারানি দাস (50) । আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্বামী প্রেমানন্দ দাস চিকিৎসাধীন বারাসত জেলা হাসপাতালে (man attempts suicide after killing wife) ।

জানা গিয়েছে, আর্থিক অনটনের জেরে স্বামী-স্ত্রী'র মধ্যে প্রায়শই বিবাদ লেগে থাকত । তার জেরেই এই ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক চিলতে বাড়িতে থাকতেন ওই দম্পতি । তাঁদের ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন । মেয়ের বিয়ে হয়েছে পাশের পাড়াতেই । বয়সের কারণে প্রেমানন্দ ছোটখাটো কাজ করতেন । তাঁর সামান্য আয়ে কোনওরকমে সংসার চলত দু'জনের । আর্থিক অনটন লেগেই থাকত সংসারে । এই নিয়ে প্রায়শই ঝগড়া হত স্বামী-স্ত্রীর মধ্যে ।

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

আরও পড়ুন : ফেসবুকে পুলিশ কমিশনারের নামে কু-রুচিকর মন্তব্য়, ধৃত যুবক

রবিবার সকালে ওই দম্পতির মধ্যে অশান্তি চরমে ওঠে । অভিযোগ, অশান্তি চলাকালীন ওই ব্যক্তি ঘরের ভিতর থেকে একটি ধারালো অস্ত্র এনে কোপাতে থাকেন স্ত্রীকে । এরপর নিজেও সেই অস্ত্র দিয়ে গলায় আঘাত করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন । মহিলার গোঙানির শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন, খাটে উবুড় হয়ে পড়ে আছেন তিনি । সারা ঘর রক্ত ভেসে যাচ্ছে । মহিলার স্বামীও রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন । এমন দৃশ্য দেখে আঁতকে ওঠেন সকলে । দেরি না করে খবর দেওয়া হয় পুলিশে ।

খবর পেয়ে স্থানীয় নীলগঞ্জ ফাঁড়ি থেকে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে । বারাসত জেলা হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হলে সেখানেই মায়ারাণি দাস'কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (man killed his wife at Duttapukur) । মৃতার স্বামী প্রেমানন্দের অবস্থাও যথেষ্ট সঙ্কটজনক । আপাতত তাঁর চিকিৎসা চলছে বারাসত জেলা হাসপাতালে । দত্তপুকুর থানার পুলিশ জানিয়েছে, একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত চলছে ৷

Last Updated : Aug 21, 2022, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details