পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Basirhat Family Clash: ভাইয়ের হাতে মাথা ফাটল বৃদ্ধের, হাতে স‍্যালাইন নিয়ে থানায় অভিযোগ দায়ের আক্রান্তের

পারিবারিক বিবাদের জেরে বসিরহাটে ভাইয়ের হাতে আক্রান্ত হন কওসর আলি মোল্লা নামে এক বৃদ্ধ (man attacked by brother in Basirhat) ৷ পরে থানায় গিয়ে নিজেই অভিযোগ দায়ের করেন তিনি ৷

By

Published : Oct 28, 2022, 10:54 PM IST

Updated : Oct 29, 2022, 6:03 AM IST

ETV Bharat
Basirhat

বসিরহাট, 28 অক্টোবর: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ছোট ভাই ও তাঁর পরিবারের হাতে আক্রান্ত হন দাদা কওসর আলি মোল্লা । অভিযোগ, ইট দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর (man attacked by brother in Basirhat) । রক্তাক্ত অবস্থায় আক্রান্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মিনাখা গ্রামীণ হাসপাতালে । সেখানে চিকিৎসা চলার মাঝে হঠাৎই সকলের নজর এড়িয়ে হাতে স‍্যালাইন নিয়ে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করতে সোজা থানায় হাজির হয়ে যান ওই বৃদ্ধ । যা ঘিরে শুক্রবার শোরগোল পড়ে গিয়েছে মিনাখাঁর কুমারজোল পঞ্চায়েতের পশ্চিম বাবুখোলা এলাকায় । অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে । কিন্তু আক্রান্ত বৃদ্ধের এমন কাণ্ড দেখে হতবাক সকলে (Basirhat Family Clash) ।

জানা গিয়েছে, জমিজমা এবং সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই ছোট ভাই শখের আলি মোল্লার সঙ্গে বিবাদ চলছে দাদা কওসর আলি মোল্লার । বিবাদের জেরে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকত দুই পরিবারের মধ্যে। শুক্রবারও যার ব্যতিক্রম ঘটেনি । অভিযোগ, এদিন দুপুরে নিজের জমিতে যখন চাষাবাদ করছিলেন ওই বৃদ্ধ, তখন আচমকাই শখের আলি পরিবারের কয়েকজনকে নিয়ে এসে হামলা চালায় তাঁর উপর । জমিতে ফেলে মারধর করা হয় তাঁকে । খবর পেয়ে বৃদ্ধের ছেলে এবং তাঁর বৌমা ছুটে আসেন তাঁকে বাঁচাতে । অভিযোগ, তাঁরাও আক্রান্ত হন হামলাকারীদের হাতে । তারই মধ্যে বৃদ্ধের ছোট ভাই ইট তুলে দাদার মাথায় সজোরে আঘাত করে । মাথা ফেটে রক্ত ঝরতে থাকে তাঁর ।

আরও পড়ুন: ইটভাটার দখল নিয়ে সংঘর্ষ দুই প্রভাবশালী তৃণমূল নেতার, ভোটের আগে অস্বস্তি শাসক দলে

এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা । রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আক্রান্ত ওই বৃদ্ধকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মিনাখা গ্রামীণ হাসপাতালে । সেখানে তাঁর মাথায় ছ'টি সেলাই পড়ে (attack on old man in Basirhat) । হাতে দেওয়া হয় স‍্যালাইনও । চিকিৎসা চলার মাঝেই আচমকা হাতে স‍্যালাইন দেওয়া অবস্থায় বৃদ্ধ হাসপাতাল থেকে বেরিয়ে সোজা হাজির হন মিনাখা থানায় । সেখানেই ছোট ভাই ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত ওই বৃদ্ধ । এই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে,ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে, মিনাখা থানার পুলিশ ।

Last Updated : Oct 29, 2022, 6:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details