বসিরহাট, 30 মে: ছেলেকে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মৃতের নাম সুমন মণ্ডল (27)। গতরাতে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার হাড়োয়া থানার কামারগাতি গ্রামে। অভিযুক্ত বাবা গোপাল মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, ছেলেকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছে সে। মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ছেলেকে খুনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি - Basirhat
মদ্যপান নিয়ে প্রায়ই ঝামেলা লেগে থাকত বাবা-ছেলের মধ্যে। গতরাতেও একই কারণে ছেলের সঙ্গে বচস বাধে ব্যক্তির। ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
Death
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মদ খাওয়া নিয়ে প্রায়ই বাবা-ছেলের মধ্যে ঝামেলা হত। গতরাতে বাড়িতে মদ্যপ অবস্থায় এসে গালিগালাজ করছিল গোপাল। সেই সময় ছেলে প্রতিবাদ করেন। তখনই ঘর থেকে ধারালো কুড়ুল এনে গোপাল ছেলেকে এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থানেই সুমনের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। পুলিশ ঘটনাস্থানে এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে।