অশোকনগর, 24 এপ্রিল : কোরোনা সংক্রমণের ভয়ে রোগী দেখতে চিকিৎসককে বাধা দেওয়ার অভিযোগ উঠল । চিকিৎসকের বাড়ির গলির মুখে বেঁধে দেওয়া হল বাঁশ। অভিযোগ পেয়ে সাধন সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । উত্তর 24 পরগনার অশোকনগর থানার প্রফুল্লনগরের ঘটনা ।
পেশায় চিকিৎসক প্রফুল্লনগরের বাসিন্দা সুব্রত শীল বর্তমানে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত। কিন্তু মাঝেমধ্যেই অশোকনগরের আদিবাড়িতে আসেন। গতকালই বাড়ি এসেছেন তিনি। সেই খবর পেয়ে কয়েকজন রোগী তাঁর সঙ্গে দেখা করতে আসেন। সুব্রতবাবু জানান, বাড়িতে যে ক'দিন থাকবেন, পাঁচ জন করে রোগী দেখবেন । খবরটা ছড়াতেই চিকিৎসকের বাড়ির গলির মুখে বাঁশের ব্যারিকেড করে দেয় স্থানীয়দের একাংশ । তাঁদের বক্তব্য, ডাক্তারবাবুর বাড়িতে বাইরে থেকে অনেক রোগী আসছেন। তাঁদের মাধ্যমে কোরোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে।