পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংক্রমণের ভয়ে রোগী দেখতে চিকিৎসককে বাধা, গ্রেপ্তার 1 - সুব্রত শীল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক

প্রফুল্লনগরের বাসিন্দা সুব্রত শীল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক । গতকাল বাড়ি ফেরেন তিনি । সেখানেই কয়েকজন রোগী দেখার সিদ্ধান্ত নেন । তারপরই স্থানীয়দের একাংশ তাঁর বাড়ির সামনে বাঁশ বেঁধে দেয় ।

ছবি
ছবি

By

Published : Apr 24, 2020, 7:23 PM IST

অশোকনগর, 24 এপ্রিল : কোরোনা সংক্রমণের ভয়ে রোগী দেখতে চিকিৎসককে বাধা দেওয়ার অভিযোগ উঠল । চিকিৎসকের বাড়ির গলির মুখে বেঁধে দেওয়া হল বাঁশ। অভিযোগ পেয়ে সাধন সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । উত্তর 24 পরগনার অশোকনগর থানার প্রফুল্লনগরের ঘটনা ।

পেশায় চিকিৎসক প্রফুল্লনগরের বাসিন্দা সুব্রত শীল বর্তমানে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত। কিন্তু মাঝেমধ্যেই অশোকনগরের আদিবাড়িতে আসেন। গতকালই বাড়ি এসেছেন তিনি। সেই খবর পেয়ে কয়েকজন রোগী তাঁর সঙ্গে দেখা করতে আসেন। সুব্রতবাবু জানান, বাড়িতে যে ক'দিন থাকবেন, পাঁচ জন করে রোগী দেখবেন । খবরটা ছড়াতেই চিকিৎসকের বাড়ির গলির মুখে বাঁশের ব্যারিকেড করে দেয় স্থানীয়দের একাংশ । তাঁদের বক্তব্য, ডাক্তারবাবুর বাড়িতে বাইরে থেকে অনেক রোগী আসছেন। তাঁদের মাধ্যমে কোরোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে।

এরপরই অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। পরে ঘটনাস্থানে পৌঁছে বাঁশের ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ । সাধন সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে । ধৃতকে আজ বারাসত আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। এবিষয়ে তিনি বলেন, "চিকিৎসকের রোগী দেখা এভাবে আটকানো যায় না। ঘটনায় জড়িত সাধন সরকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details