পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Husband murders wife : অন্তঃসত্ত্বাকে মেরে রিজার্ভারে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেফতার স্বামী - Husband arrested for allegedly killing his wife

প্রিয়াঙ্কাকে খুন করে তাঁর স্বামী আবীর রিজার্ভারে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ (Husband allegedly killed wife) । মৃতার পরিজনদের অভিযোগ, মাঝে-মধ্যেই দম্পতির মধ্যে ঝামেলা হত ৷

Husband murders wife
স্ত্রীকে মেরে রিজার্ভারে ঢুকিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার স্বামী

By

Published : Dec 1, 2021, 11:01 PM IST

শ্যামনগর, 1 ডিসেম্বর :অন্তঃসত্ত্বাকে খুন করে রিজার্ভারে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর শান্তিগড় স্ট্রিট এলাকায় । মৃতার নাম প্রিয়াঙ্কা পুরকাইত (33)।

শান্তিগড় স্ট্রিটের বাসিন্দা ইছাপুর মেটাল ফ্যাক্টরির কর্মচারী আবীর পুরকাইতের সঙ্গে 2016 সালে বিয়ে হয়েছিল বাঁকুড়ার বাসিন্দা প্রিয়াঙ্কার । মৃতার পরিজনদের বক্তব্য, প্রিয়াঙ্কা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল । মাঝে মধ্যেই দম্পতির মধ্যে ঝামেলা হত । অভিযোগ, এদিন কাজ থেকে দুপুরে বাড়িতে খেতে আসেন আবীর ৷ সেসময়েই প্রিয়াঙ্কাকে খুন করে রিজার্ভারে ঢুকিয়ে দেন বলে অভিযোগ ।

আরও পড়ুন : Dilip Ghosh attacks TMC : 'দুয়ারে বোমা শিল্প', নোদাখালির ঘটনায় তৃণমূলকে আক্রমণ দিলীপের

মৃতার পরিবারের দাবি, এরপরেই স্ত্রীর নিখোঁজ হওয়ার নাটক জুড়ে দেয় । সেসময়েই মৃতার মাসি ও মামী এলে রিজার্ভারের কাছে গিয়ে আবীর নিজেই বলে ওঠেন, ‘এই তো দেহ পড়ে রয়েছে’ । ক্ষুব্ধ বাসিন্দারা বাড়িটিকে ঘিরে রাখেন । পরে জগদ্দল থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details