কলকাতা, 14 মে : "নির্বাচন কোনও সমস্যা নয় । সমস্যা হল মমতা দিদির হিংস্র মানসিকতা । একে নষ্ট করতে হবে । আমি কোনও A, B, C বলে দেব না । ওসব আপনারা নির্ণয় করবেন । কিন্তু, ভেবে নির্ণয় করবেন । কেউ বাইরে থেকে আসবে না । এরাজ্যে BJP-র সরকার গঠন হলে বাঙালিই মুখ্যমন্ত্রী হবেন । আর সমস্ত সাংসদ বাংলা থেকেই হবেন ।" নিউটাউনের একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে এই মন্তব্য করলেন অমিত শাহ ।
নির্বাচন নয়, সমস্যা মমতার হিংস্র মানসিকতা : অমিত - violence mentality
কেউ বাইরে থেকে আসবে না । এরাজ্যে BJP-র সরকার গঠন হলে বাঙালিই মুখ্যমন্ত্রী হবেন । আর সমস্ত সাংসদ বাংলা থেকেই হবেন । বললেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।
BJP-র সর্বভারতীয় সভাপতি বলেন, "এখন এমন বাংলা তৈরি হয়েছে বিশ্বের কাছে যার দরজা বন্ধ হয়ে গেছে । বৈদিক, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাকে ফের নেতৃত্ব দিতে হবে । বাংলার মাটিতে এই বীজ নিহিত আছে । কিন্তু, কেউ তা নষ্ট করে দিয়েছে । একে পুনর্জীবিত করতে হবে । তার জন্য আমি আপনাদের অনুরোধ করছি ।"
তিনি আরও বলেন, "আপনারা বছরের পর বছর কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, কমিউনিস্টদের সুযোগ দিয়েছেন, তৃণমূলকে সুযোগ দিয়েছেন । তারপরও বাংলার এই অবস্থা । সব পরিসংখ্যান ইন্টারনেটে রয়েছে । BJP ও নরেন্দ্র মোদিকে এবার একটা সুযোগ দিন । আমি কথা দিলাম, পাঁচ বছরের মধ্যে সোনার বাংলা উপহার দেব ।"