পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার লড়াইটা আরও সহজ, ভোট দিয়ে বললেন মমতাবালা - loksabha election

বড়মাকে ছাড়া প্রথমবার ভোট ময়দানে মমতাবালা । উলটোদিকে নিজের পরিবারেরই শান্তনু ঠাকুর । ভোট দেওয়ার পর এমনই বিভিন্ন ইশুতে মুখ খুললেন মমতাবালা ঠাকুর ।

মমতাবালা ঠাকুর

By

Published : May 6, 2019, 12:23 PM IST

Updated : May 6, 2019, 3:39 PM IST

বনগাঁ, 6 মার্চ : বনগাঁ কেন্দ্রে ভোট দিলেন সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাবালা ঠাকুর । নিজের পরিবারেরই শান্তনু ঠাকুর তাঁর প্রতিদ্বন্দ্বী । ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে ব্যাপারেই কথা বললেন তিনি ।

বড়মাকে ছাড়া প্রথমবার ভোটের ময়দানে, কী বলবেন ? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে মমতা বলেন, "মা নেই কিন্তু মায়ের আশীর্বাদ আগে যেমন ছিল, তেমনই এখনও আছে বলে আমি মনে করি । আর মায়ের আশীর্বাদ ভক্তদের মধ্যে দিয়েই আসবে । কারণ ভক্তরা মাকে যেভাবে মনে রেখেছে তাতে আমার মনে হয় তাদের মনে বড়মার আশীর্বাদ আমার কাছে আসবে ।" আর আপনার এই লড়াই শান্তনু ঠাকুরের সঙ্গে, বলা যায় গৃহযুদ্ধ । লড়াইটা কতটা কঠিন আপনার কাছে ? এক্ষেত্রে তাঁর অকপট উত্তর, " লড়াইটা কঠিন নয় আমার কাছে কারণ এর আগেও শান্তনুর দাদা দাঁড়িয়েছিলেন । এবার তাঁর ভাই দাঁড়িয়েছে । তাতে এমন কী আছে ? আমি মনে করি এই লড়াইটা আরও সহজ । কারণ সে ঠাকুর ছুঁয়ে, আমাদের ধর্মগ্রন্থ লীলামৃত ছুঁয়ে মানুষকে বলেছিল, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল । বলেছিল আমি (মতুয়া সংগঠনকে) রাজনীতি মুক্ত করব । আর সে নিজেই গিয়ে ভোট চাইছে । এতে মানুষ ক্ষিপ্ত ।"

দেখুন কী বললেন মমতাবালা
শেষ প্রচারের দিনে শান্তনু দুর্ঘটনায় পড়েন, এক্ষেত্রে কী সহানুভূতির ভোট পাওয়ার কোনও ব্যাপার আছে ? তিনি বলেন, "মনে হয় না আমার । কারণ এটা তাদেরই পরিকল্পনা । আর উলটে আমার উপরই দোষ দেওয়া হচ্ছে । আমি নাকি ওকে মারার চেষ্টা করছি । এসব আর মানুষ বিশ্বাস করে না কারণ মানুষ সবই দেখতে পাচ্ছে ।" তাঁকে প্রশ্ন করা হয়, কোন ইশুটাকে এবারে সামনে রাখছেন , মুখ্যমন্ত্রীর উন্নয়ন, না মতুয়াদের নাগরিকত্ব ? উত্তরে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজেই একদিকে উন্নয়ন চাইছেন, অন্যদিকে NRC নিয়ে আন্দোলন করছেন । উনি বলেছেন, রাজ্যে NRC আসতে দেবেন না কারণ NRC হলে বহু মানুষ সমস্যায় পড়বে । 14 পাতার ওই বিলে আছে যে NRC হলে আমাদের ভোটাধিকার থাকবে না । তাই অসমের মতো বাংলায় NRC আনা যাবে না ।"

ভোট তো দিয়ে দিলেন, এবার আজকের বাকি কী কর্মসূচি রয়েছে ? এব্যাপারে মমতা বলেন, "আমার যেসব জায়গায় বুথ আছে সেখানে যাব । সেখানকার পরিস্থিতি ঘুরে ঘুরে দেখব । আর জয়ের ব্যাপারে আমি 100 শতাংশ আশাবাদী ।"

Last Updated : May 6, 2019, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details