ঠাকুরনগর, 8 মার্চ : মতুয়া মেলার রাশ কার হাতে থাকবে ৷ এনিয়ে ফের দ্বন্দ্ব ঠাকুরবাড়িতে ৷ আর সেই দ্বন্দ্বে ঠাকুরনগরের ঐতিহ্যবাহী বারুণি মেলা নিয়ে জটিলতা দেখা দিল । মমতাবালা ঠাকুরের অনুগামীদের দাবি, তাঁরা মেলার জন্য অনুমতি নিয়েছেন । অন্যদিকে তাঁরাই মেলা পরিচালনা করবেন বলে দাবি BJP সাংসদ শান্তনু ঠাকুরের ।
মতুয়া মেলার রাশ কার হাতে ? দ্বন্দ্ব ঠাকুরবাড়িতে - মেলা কমিটির সাধারণ সম্পাদক
মতুয়া মেলা পরিচালনা নিয়ে ফের দ্বন্দ্ব ঠাকুরবাড়িতে ।
পুলিশ সূত্রে খবর, মতুয়া মেলার জন্য অনুমতি চেয়ে পুলিশ-প্রশাসনের কাছে আগে অনুমতি চেয়েছেন মমতাবালা ঠাকুর । প্রশাসন তাঁকে অনুমতিও দিয়েছে । অন্যদিকে সাংসদ শান্তনু ঠাকুরও মেলার অনুমতি চেয়ে আবেদন করেছেন । কিন্তু, প্রশাসন তাঁকে অনুমতি দেয়নি । শান্তনু এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন । যদিও আদালত এখনও সেই বিষয়ে কোনও রায় ঘোষণা করেনি । শান্তনু বলেন, ‘‘ঠাকুরবাড়ির রীতি অনুযায়ী উত্তরসূরিরাই এই মেলা পরিচালনা করে । তাই, আমরাই মেলার অনুমতি পেতে পারি । প্রশাসন কী করে অন্যকে সেই অনুমতি দেয়?’’
মমতাবালার অনুগামী তথা মেলা কমিটির সাধারণ সম্পাদক ধ্যানেশ নারায়ণ গুহ বলেন, ‘‘গত সাত বছর ধরে আমরাই মেলা পরিচালনা করছি । সাতবারের অনুমতিপত্র আমাদের কাছে আছে । তাই আমরা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম । প্রশাসন আমাদের অনুমতি দিয়েছে । আমরাই মেলা করব ।’’