পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জ্যোতিপ্রিয় মূর্খ, মমতার বিরুদ্ধে রয়েছে আর্থিক দুর্নীতির অভিযোগ : অর্জুন - Mamata Banerjee

ভাটপাড়া পৌরসভা প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্যের পর অর্জুন সিং তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেন । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এক মূর্খ মন্ত্রীকে চেয়ারে বসিয়ে দিয়েছেন । ভারতীয় জনতা পার্টি রাজ্য দখল করতে যাচ্ছে আর ওঁরা ভাটপাড়া পৌরসভা নিয়ে ভাবছে । ভাটপাড়া দখল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রদের ব্যাক টু প্যাভিলিয়ন হতে হয়েছে । ভাটপাড়া, ব্যারাকপুর-সহ সারা রাজ্যে 18 টা আসন তাঁরা ইতিমধ্যেই হারিয়েছে ।"

জ্যোতিপ্রিয় মূর্খ, মমতার বিরুদ্ধে রয়েছে আর্থিক দুর্নীতির অভিযোগ : অর্জুন

By

Published : Oct 17, 2019, 5:43 PM IST

Updated : Oct 17, 2019, 7:54 PM IST

ব্যারাকপুর, 17 অক্টোবর : উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মূর্খ বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ 0রয়েছে বলেও দাবি করেন তিনি ।

উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া, হালিশহর, বনগাঁর পর নৈহাটি পৌরসভা পুনর্দখল করে তৃণমূল । এবার তৃণমূলের পাখির চোখ ভাটপাড়া পৌরসভা । আজ একথাই স্পষ্ট করলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । তিনি জানিয়েছিলেন ভাটপাড়া পৌরসভায় BJP-তে যাওয়া 21 জন কাউন্সিলর ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন । তাঁদের নিয়ে আগামী নভেম্বরই ভাটপাড়া পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে । ভাটপাড়া পৌরসভা তৃণমূল দখল করবে বলে দাবি করেন উত্তর 24 পরগনার তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।

জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্যের পর অর্জুন সিং তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেন । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক মূর্খ মন্ত্রীকে চেয়ারে বসিয়ে দিয়েছেন । ভারতীয় জনতা পার্টি রাজ্য দখল করতে যাচ্ছে আর ওঁরা ভাটপাড়া পৌরসভা নিয়ে ভাবছে । ভাটপাড়া দখল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রদের ব্যাক টু প্যাভিলিয়ন হতে হয়েছে । ভাটপাড়া, ব্যারাকপুর-সহ সারা রাজ্যে 18 টা আসন ইতিমধ্যেই হারিয়েছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশে অর্জুন সিং বলেন, তাঁর কোনও লজ্জা নেই । জ্যোতিপ্রিয় নিজের আসনেই বিগত লোকসভা নির্বাচনে 27 হাজার ভোটে হেরেছেন বলেও কটাক্ষ করেন BJP সাংসদ । খাদ্যমন্ত্রীর দাবি 21 জন কাউন্সিলর তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছে । জ্যোতিপ্রিয়র এই দাবিকেও নস্যাৎ করেছেন অর্জুনবাবু । সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে নেই বলে দাবি করেন তিনি । অন্যদিকে গতকাল জ্যোতিপ্রিয় মল্লিক ভাটপাড়া পৌরসভার যে আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছিলেন সে ব্যাপারে অর্জুন সিং বলেন, "ভাটপাড়াতে কোনও আর্থিক দুর্নীতি হয়নি । 2015, 2016, 2017, 2018 সালে অডিট হয়েছে । তাতে কোনও দুর্নীতি ছিল না । কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে । সুতরাং এসব অভিযোগ তুলে কোনও লাভ নেই । সাধারণ মানুষ সঠিক সময়ে তাঁদের সঠিক জবাব দেবেন ।"

Last Updated : Oct 17, 2019, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details