পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকসভা নির্বাচনের পর মধ্যমগ্রামে প্রথম প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর - Barasat

26 জুলাই মধ্যমগ্রাম থেকে জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী৷ 21 জুলাইয়ের মঞ্চ থেকেই একথা ঘোষণা করেছিলেন তিনি ৷

ফাইল ফোটো

By

Published : Jul 22, 2019, 10:27 PM IST

Updated : Jul 23, 2019, 1:51 PM IST

বারাসত, 22 জুলাই : 26 জুলাই মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 21 জুলাইয়ের মঞ্চ থেকেই এই কথা ঘোষণা করেছিলেন তিনি ৷

গত বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনার 29টি বিধানসভায় জয় পেয়েছিল তৃণমূল ৷ কিন্তু এবারের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর কপালে ভাঁজ পড়েছে তৃণমূল নেত্রীর ৷ ব্যারাকপুর ও বনগাঁ লোকসভা কেন্দ্র শুধু হাতাছাড়াই হয়নি, কয়েকটি বিধানসভা আসনে লিড পেয়েছে BJP ৷ পাশাপাশি, ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ পৌরসভায় পিছিয়ে রয়েছে শাসক দল ৷

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাসতালুক হাবড়ায় ২৪টি ওয়ার্ডের সবকটিতেই পিছিয়ে রয়েছে তৃণমূল । বনগাঁ পৌরসভার ভাগ্যও এখন আদালতের হাতে । দলবদল লেগেই রয়েছে ৷ অন্যদিকে সন্দেশখালি, আমডাঙা ও ভাটপাড়ায় খুনের ঘটনায় পুলিশ-প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থাও ক্রমশ কমছে । যে উত্তর ২৪ পরগনা থেকে তৃণমূলের জয়যাত্রা শুরু হয়েছিল সেই জেলাতেই আজ কার্যত দিশেহারা তারা । হারানো জমি ফিরে পেতে সম্প্রতি জেলায় দলের সংগঠনে পরিবর্তন করা হয়েছে । জেলা সভাপতির চেয়ার রক্ষা পেলেও জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ব কমেছে । পাঁচ লোকসভা কেন্দ্রে নিয়োগ করা হয়েছে পাঁচজন পর্যবেক্ষক । কিন্তু, কোনও টোটকায় কাজ না হওয়ায় এবার আসরে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ধর্মতলায় 21 জুলাইয়ের মঞ্চ থেকেই জেলা সফরের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই ঘোষণা অনুযায়ী প্রথম প্রশাসনিক সভা করবেন উত্তর ২৪ পরগনায় । ২৬ জুলাই মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে ওই সভা হবে । সেখানে হাজির থাকবেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব সহ রাজ্যের সব দপ্তরের সচিবরা । উপস্থিত থাকবেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সহ অন্য মন্ত্রীরা । থাকবেন জেলাশাসক থেকে শুরু করে BDO, পুলিশ সুপার ও থানার OC-রা ৷ এই সভা থেকে একাধিক সরকারি প্রকল্পের কাজের খতিয়ানও নেবেন মুখ্যমন্ত্রী৷

Last Updated : Jul 23, 2019, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details