পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্ষমতা হারালেই নবান্ন থেকে ঝাঁপ দেবেন মুখ্যমন্ত্রী : অর্জুন - মমতা বন্দ্যোপাধ্যায়

নবান্নের নিচে পুলিশ কর্মীরা জাল পেতে রাখুন । কারণ ক্ষমতা থেকে উনি যেদিন চলে যাবেন সেদিন 12 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন ।" হাওড়ার ঘুসুরিতে দলীয় কর্মসূচিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আজ একথা বলেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন ।

অর্জুন সিং

By

Published : Jul 28, 2019, 8:39 PM IST

Updated : Jul 28, 2019, 8:56 PM IST

হাওড়া, 28 জুলাই : "নবান্নের নিচে পুলিশ কর্মীরা জাল পেতে রাখুন । কারণ ক্ষমতা থেকে উনি যেদিন চলে যাবেন সেদিন 12 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন ।" হাওড়ার ঘুসুরিতে দলীয় কর্মসূচিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আজ একথা বলেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং ।

তিনি বলেন, "ওঁর ক্ষমতায় থাকার নেশা রয়েছে । ক্ষমতায় থাকার জন্য উনি সব করতে পারেন । কাশ্মীরের মুখ্যমন্ত্রী যখন বলেন এত সেনাবাহিনী কেন আসছে কাশ্মীরে, উনিও ঠিক তেমন করেই বহু বছর ধরে বাংলাকে কাশ্মীর বানানোর চেষ্টা করে যাচ্ছেন । উনি আতঙ্কে ভুগছেন ক্ষমতা হারানোর ।" বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রীকে ভাটপাড়া থেকে ভোটে দাঁড়ানোর খোলা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, "আমার 24 বছরের বাচ্চাই যথেষ্ট আপনাকে হারানোর জন্য ।" মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, "ভাটপাড়ায় সিক্স টিয়ারের রাজনীতি চলে । আমি আপনার দলে থাকাকালীনও আপনাকে ভাটপাড়ায় ঢুকতে দিইনি । আপনি যতই হিংসা করুন, তাও ঢুকতে পারবেন না । ভাটপাড়ার মানুষ আপনাকে নয় আমাকে পছন্দ করে । ভাটপাড়ার লোকের পাশে অর্জুন সিং আছে । আপনার তোলাবাজি, দুর্নীতি পছন্দ করে না ।"

শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

BJP সাংসদের অভিযোগ, "ভাটপাড়াকে জ্বালানো হচ্ছে । আর এটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকর্তা মনোজ ভার্মা ও অজয় ঠাকুর । পড়াশোনা জানা ছেলেদের ফাঁসানো হচ্ছে । ঘর ভাঙচুর হচ্ছে । রোহিঙ্গাদের নিয়ে আসা হয়েছে । আর রাতে পুলিশের উর্দি পরিয়ে বোমা মারানো হচ্ছে ।" তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার সব নজর রাখছে ।

Last Updated : Jul 28, 2019, 8:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details