খাঁপুর (সুন্দরবন), 30 নভেম্বর: জেলা সফরে বেরিয়ে জনসংযোগের কাজ সেরে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বুধবার দুপুরে উত্তর 24 পরগনার (North 24 Parganas) পারহাসনাবাদের খাঁপুরে একটি বাড়িতে গিয়ে ভাত খেলেন তিনি ৷ নমিতা মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে মুখ্যমন্ত্রী ভাত খেয়েছেন ৷
মঙ্গলবার উত্তর 24 পরগনার হাসনাবাদের (Hasnabad) এই অংশে যান মুখ্যমন্ত্রী ৷ ওইদিন সরকারি কর্মসূচিতে অংশ নেন ৷ শীতবস্ত্রও বিলি করেন একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে ৷ বুধবার সকালে তিনি বেরিয়ে পড়েন স্থানীয় এলাকা পরিদর্শনে ৷
বিভিন্ন এলাকায় ঘুরতে ঘুরতে তিনি পৌঁছে যান পারহাসনাবাদের খাঁপুরে ৷ একেবারে প্রত্যন্ত এলাকা ৷ মুখ্যমন্ত্রী তো দূরঅস্ত, এখানে কোনও মন্ত্রীও আসেননি আজ পর্যন্ত ৷ ফলে হাতের কাছে মমতাকে বন্দ্যোপাধ্যায়কে পেয়ে অনেকেই এগিয়ে আসেন নিজেদের সমস্যার কথা জানাতে ৷ কেউ জলের দাবি জানান, তো কেউ বাড়ি তৈরির জন্য সরকারি সাহায্যের দাবি করেন ৷
স্থানীয় মানুষের এই অভাব অভিযোগের কথা শুনতে শুনতে মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছান নমিতা মণ্ডলের বাড়িতে ৷ একসময় তামিলনাড়ুতে কাজ করে আসা নমিতার বাড়ির উঠোনে তখন শীতলপাটি বোনার কাজ চলছে ৷ কীভাবে সেই কাজ হচ্ছে, তা দেখে নিয়ে নিজেই চেষ্টা করেন মুখ্যমন্ত্রী ৷