দেগঙ্গা, 28 ডিসেম্বর: আসন্ন লোকসভা নির্বাচনে কি বাংলায় কংগ্রেস ও সিপিএমের সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী নয় তৃণমূল কংগ্রেস ৷ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের সেই জল্পনাই শুরু হয়েছে৷ তৃণমূল নেত্রী এ দিন বলেন, ‘‘ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে ৷’’
উল্লেখ্য, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে সব বিরোধীদের একমঞ্চে নিয়ে আসার উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম শুরু করেন ৷ তাঁর প্রস্তাব মতোই বিরোধীদের এই জোটের নামও হয় ‘ইন্ডিয়া’ ৷ তার পরও রাজ্য়ে রাজ্যে এই জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে ৷ কারণ, জোট শরিকদের অনেকেই বিভিন্ন রাজ্যের রাজনীতিতে প্রতিপক্ষ ৷
যেমন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও কংগ্রেস একে অপরের প্রতিপক্ষ ৷ আবার ‘ইন্ডিয়া’য় তারা শরিক ৷ ফলে এই রাজ্যে লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা ছড়াচ্ছে ৷ বিভিন্ন মহল থেকে বিভিন্ন মন্তব্যও করা হচ্ছে ৷ এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷
এ দিন উত্তর 24 পরগনার দেগঙ্গায় অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের কর্মিসভা ৷ সেই সভা থেকে একাধিক রাজনৈতিক বার্তা শোনা যায় মমতার মুখে ৷ তার মধ্যেই অন্যতম মমতার ‘ইন্ডিয়া’ সংক্রান্ত মন্তব্য ৷ তিনি বলেন, ‘‘ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে ৷ মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনও দল নয় ৷’’
এখান থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে কি বাংলায় বিজেপির বিরুদ্ধে একাই লড়াই করবে তৃণমূল কংগ্রেস ? কংগ্রেস ও সিপিএমকে কোনও আসনই ছাড়বে না তারা ? যদিও এই বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা করেননি মমতা ৷ ফলে তিনি কী বোঝাতে চাইছেন, তা স্পষ্ট হতে আরও কিছুটা সময় লাগবে ৷
এদিকে এই কর্মিসভার মঞ্চ থেকে বিজেপিকে নানা ইস্যুতে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফের তাঁর মুখে কেন্দ্রীয় বঞ্চনার কথা শোনা গিয়েছে ৷ সিএএ প্রশ্নে ফের সমালোচনা করেছেন বিজেপির ৷ তাঁর দাবি, তৃণমূলই সকলের নাগরিকত্বের ব্যবস্থা করেছে ৷ তাই নতুন করে কারও নাগরিকত্ব নেওয়ার প্রয়োজন নেই ৷ পাশাপাশি তাঁর অভিযোগ, আগে জেলাশাসকরা সিটিজেনশিপ কার্ড দিতে পারত ৷ এখন তা কেন্দ্রের হাতে চলে গিয়েছে ৷ রাজনীতি করার জন্য এমন সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে ৷
আরও পড়ুন:
- কোনও ঝগড়া বরদাস্ত নয়, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা মমতার
- 31 ডিসেম্বরের মধ্যেই করতে হবে আসন সমঝোতা, জোট বৈঠকে সময় বেঁধে দিল তৃণমূল
- 'ইন্ডিয়া' জোটের প্রধানমন্ত্রী পদের মুখ হোন খাড়গে, বৈঠকে প্রস্তাব মমতার; সমর্থন কেজরির