পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রামমন্দির উদ্বোধনের আবহে মমতার মুখে বাংলায় তীর্থস্থান উন্নয়নে 400 কোটির খতিয়ান - Religious Places

Mamata Banerjee: পশ্চিমবঙ্গের তীর্থস্থানগুলির উন্নয়নে সরকার কী কী কাজ করেছে, বৃহস্পতিবার সেই খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন উত্তর 24 পরগনার দেগঙ্গার চাকলায় লোকনাথ মন্দিরে পুজো দেওয়ার পর এই কথা জানান তিনি ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 6:00 PM IST

Updated : Dec 28, 2023, 7:42 PM IST

রামমন্দির উদ্বোধনের আবহে মমতার মুখে বাংলায় তীর্থস্থান উন্নয়নে 400 কোটির খতিয়ান

দেগঙ্গা, 28 ডিসেম্বর: রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও রামমন্দির উদ্বোধন ঘিরে এখন সাজ সাজ রব অযোধ্যায় । 22 জানুয়ারির ওই অনুষ্ঠানের আগেই 30 ডিসেম্বর অযোধ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রামমন্দির উদ্বোধনের বিষয়টি রাজনৈতিক আঙিনায় প্রচারের হাতিয়ার করেছে বিজেপি । এই আবহে উত্তর 24 পরগনার দেগঙ্গার চাকলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও উঠে এল তীর্থস্থানের উন্নয়নের খতিয়ান । বাংলায় রাজ‍্য সরকার কোন কোন তীর্থস্থান উন্নয়নে কাজ করেছে, বৃহস্পতিবার তার বিস্তারিত বিবরণ দিলেন তিনি ।

এ দিন দেগঙ্গায় সভার আগে চাকলায় লোকনাথ মন্দিরে পুজো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ‍্যায় । চাকলায় পুজো দিয়ে একতার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী । তার সঙ্গেই দিয়েছেন বাংলার তীর্থস্থানগুলির উন্নয়নের খতিয়ান । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তীর্থস্থানগুলির উন্নয়নে বিশেষ ব্যবস্থা করা হয়েছে । বাংলাজুড়ে তীর্থস্থানগুলির জন্য 400 কোটি টাকার বেশি খরচ হয়েছে ।’’

দক্ষিণেশ্বর মন্দিরকে ঢেলে সাজিয়েছে রাজ্য প্রশাসন । কালীঘাটের উন্নয়ন প্রকল্পও শুরু হয়েছে । সেই প্রসঙ্গও শোনা যায় মুখ্য়মন্ত্রীর মুখে । তিনি বলেন, ‘‘দক্ষিণেশ্বরের পর কালীঘাট মন্দিরেও স্কাইওয়াক হচ্ছে ।’’ কিছুদিন পরেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা । প্রথম থেকেই সেই মেলার পরিকাঠামো উন্নয়নের একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ‍্য সরকার । সেই কথা স্মরণ করিয়ে দিয়ে মমতার মন্তব্য, ‘‘গঙ্গাসাগরে আগে থাকার জায়গাও ছিল না । এখন আমূল পরিবর্তন হয়েছে ।’’ দিঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে । সেই প্রসঙ্গও উঠে এসেছে মুখ্য়মন্ত্রীর বক্তব্যে ।

এ দিন তিনি আরও বলেন, ‘‘বাংলায় ধর্মীয় পর্যটনের প্রায় 400টি স্থান আছে । মতুয়া সম্প্রদায়ের জন্য অনেক কাজ করেছি । বড়মার চিকিৎসার ব্যবস্থা করেছিলাম ।’’ এ দিন একতার বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর মতে, ‘‘বাংলার মতো একতা কোথাও নেই, যে যার মতো ধর্ম পালন করে । বড়দিন থেকে ইদ, সব অনুষ্ঠানই আমরা পালন করি ।’’

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ঠাকুরনগরকে ঢেলে সাজানো থেকে মতুয়া বিকাশ পরিষদ গঠন করা হয়েছে । হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, পিআর ঠাকুর কলেজ, আইটিআই পলিটেকনিক কলেজও হয়েছে । মধ্যমগ্রামে অনুকূল ঠাকুরের সৎসঙ্গের জন্য 5 একর জমি দেওয়া হয়েছে । 3 কোটি ব্যয়ে ওঁকারনাথ তোরণ তৈরি হয়েছে ডানলপে । ইস্কনের জন্য 700 একর জমি দেওয়া হয়েছে ৷ সতীপীঠগুলোর উন্নয়ন, জল্পেশ মদনমোহন মন্দিরের উন্নতি হয়েছে ৷ তারাপীঠ, পাথরচাপরি, ফুরফরা শরিফের জন্যও একাধিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে বলে মনে করিয়েছেন তিনি ।

পর্যটন ব্যবসা নিয়ে বরাবরই উৎসাহ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলার পর্যটন ব্যবসার উন্নতি নিয়ে একাধিক প্রকল্পও চালু করেছে রাজ্য সরকার । এ দিন তিনি বলেন, ‘‘তীর্থস্থানগুলিকে একসঙ্গে জোড়ার চেষ্টা করেছি । দেশ বিদেশের মানুষ বলছে, পশ্চিমবঙ্গ ট্যুরিজমের সেরা ডেস্টিনেশন । রিলিজিয়াস ট্যুরিজমের 400 স্থান আছে এখানে ।’’

আরও পড়ুন:

  1. কোনও ঝগড়া বরদাস্ত নয়, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা মমতার
  2. বিজেপিকে হারাতে দেশে ‘ইন্ডিয়া’ জোট আর বাংলায় একা তৃণমূল, মমতার বার্তায় নয়া জল্পনা
  3. লোকসভা নির্বাচনের আগে শেষ গঙ্গাসাগর মেলা, প্রস্তুতিতে একগুচ্ছ পদক্ষেপ মমতার
Last Updated : Dec 28, 2023, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details