সামসেরনগর (উত্তর 24 পরগনা), 29 নভেম্বর: নতুন জেলা হচ্ছে সুন্দরবন (Sundarbans New District)৷ উত্তর 24 পরগনার সামসেরনগরের সভা থেকে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তিনি জানান, "সুন্দরবন নিয়ে মাস্টার প্ল্যান করছি ৷ সেটি কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে ৷"
সুন্দরবনের উন্নয়নে মাস্টার প্ল্যান পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে । যাতে নদীবেষ্টিত এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে জোর দেওয়া যায় ।মঙ্গলবার উত্তর 24 পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জের সামসেরনগরের প্রশাসনিক সভা থেকে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়,"নদী ভাঙনে বারবার বিপর্যস্ত হয় সুন্দরবন অঞ্চল । তাই কীভাবে নদী ভাঙন রোধ করা যায়, সে বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার । সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে মাস্টার প্ল্যান জমা দেওয়া হবে এই বিষয়ে ৷" সুন্দরবনের সামগ্রিক উন্নয়নে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।
সুন্দরবন যে আলাদা জেলা হতে চলেছে, সোমবার সে কথা স্পষ্ট করে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আলাদা জেলা হলে সুন্দরবনবাসীকে আর সরকারি পরিষেবা পেতে দূরে যেতে হবে না । হাতের কাছেই তাঁরা সরকারি বিভিন্ন সুবিধা পেয়ে যাবেন । সরকার নতুন জেলা করার তোড়জোড় শুরু করেছে ৷"
সুন্দরবনের পর্যটন শিল্পেও এ দিন দিশার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী । মমতার কথায়, "নতুন 9টি জেটি চালু করা হল এ দিন । স্থানীয় জেটি ঘাটের উন্নয়ন আরও করতে হবে । বনবিবি মন্দির পাকা হয়ে গেলে কীভাবে আপনাদের কানেক্ট করা যায় দেখব ৷" সুন্দরবনের পর্যটন শিল্পের উন্নয়নে স্থানীয়দের 'হোম স্টে' করার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "বাড়ির মধ্যে একটি ঘরকে আলাদা করে আপনারা হোম স্টে করুন । সরকার সহযোগিতা করবে । যাতে পর্যটকরা এখানে এসে নির্বিঘ্নে থাকতে পারেন । রোজগারও করতে পারবেন আপনারা ৷" 'হোম স্টে'-র জন্য কী কী ব্যবস্থা রাখতে হবে তারও উপদেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।