ব্যারাকপুর, 18 এপ্রিল: ব্যারাকপুরে তৃণমূলের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের মুখে গেরুয়া রং লাগানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল ৷ যদিও বিজেপির দাবি, এ রকম কাজ তারা সমর্থন করে না ৷ যারাই এই কাজ করুক, তাদের শাস্তি হওয়া উচিত বলে মনে করছে গেরুয়া শিবির ৷
24 নম্বর ওয়ার্ডে ঘোষপাড়া রোড এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনে লাগানো একটি ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে গেরুয়া রং লাগানো হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে ব্যারাকপুর থানার পুলিশ ।
ব্যারাকপুর পৌরসভার 24নং ওয়ার্ডে তৃণমুলের পার্টি অফিসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে গেরুয়া রং লাগানোর ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল পরিচালিত ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন, "যারা এই কাজটি করেছে তারা বিজেপির দুষ্কৃতী ৷ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি কারা এই কাজ করেছে ৷ আমরা পুলিশকে গোপনে তাদের নাম জানিয়েছি ৷ এ বার পুলিশ তদন্ত করে দেখবে ৷" এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন উত্তম দাস ।