পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নামে খুন-সহ 10টি মামলা, মজিদ মাস্টার ঘনিষ্ঠ ইজ়রায়েল এবার BJP-তে ! - cpim

ইজ়রায়েল শেখ এবার যোগ দিলেন BJP-তে । তাঁর সঙ্গে আজ BJP-তে যোগ দিলেন তৃণমূলের আরও এক বিতর্কিত নেতা সিকন্দর আলি ।

ইজ়রায়েল

By

Published : Jul 13, 2019, 11:26 PM IST

Updated : Jul 13, 2019, 11:37 PM IST


মধ্যমগ্রাম, 13 জুলাই : একদা শাসনের ত্রাস মজিদ মাস্টারের অন্যতম সহযোগী ইজ়রায়েল শেখ যোগ দিলেন BJP-তে । তাঁর সঙ্গে আজ BJP-তে যোগ দেন তৃণমূলের আরও এক বিতর্কিত নেতা সিকন্দর আলি । আজ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে মুকুল রায়ের উপস্থিতিতে তাঁরা গেরুয়া শিবিরে নাম লেখান । মঞ্চে থাকলেও সংবাদমাধ্যমের নজর এড়াতে তাঁদের হাতে BJP-র ঝান্ডা তুলে দেওয়া হয়নি ।

কে এই ইজ়রায়েল ও সিকন্দর ?

বাম জমানায় উত্তর 24 পরগনার মজিদ মাস্টারের ডান হাত ছিল এই ইজ়রায়েল । ইজ়রায়েলের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল অবশ্য তৃণমূলেই । 1998 সালে তৃণমূল প্রতিষ্ঠার পর শাসনে দলকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন ইজ়রায়েল । জহুরি মজিদ ইজ়রায়েলকে চিনতে ভুল করেননি । দল ভাঙিয়ে মজিদের হাত ধরে 2001 সালে বিধানসভা নির্বাচনের সময় ইজ়রায়েল যোগ দেয় CPI(M)-এ । তারপর থেকে শাসনে মজিদের সঙ্গে একটাই নাম উচ্চারিত হতে থাকে- ইজ়রায়েল । শাসনের খড়িবাড়ি শানবেড়িয়ায় বাম জমানার শেষ দিকে টানা তিনদিন গুলি-বোমার লড়াই চলে । একদিকে, CPI(M)-এর ইজ়রায়েল । অন্যদিকে তৃণমূলের সিকন্দর । বাম জমানার পতনের সঙ্গে ইজ়রায়েলের নামটাও উহ্য হয়ে যায় । অন্যদিকে, তৃণমূল থেকে বহিষ্কৃত হয় সিকন্দরও । 2007 সালে শাসনে আক্রান্ত হয়েছিলেন মুকুল রায় । সেসময়ও উঠে এসেছিল এই ইজ়রায়েলের নাম । সেই মুকুলের মঞ্চ আজ 'আলোকিত' করলেন ইজ়রায়েল । ইজ়রায়েলের নামে এখনও খুন-সহ ১০টা মামলা ঝুলছে । সঙ্গী হলেন তাঁর তৎকালীন প্রতিপক্ষ সিকন্দরও । পুলিশের খাতায় যে অস্ত্র কারবারি হিসেবে পরিচিত ।

আত্মপক্ষ সমর্থনে ইজ়রায়েল আজ BJP-র মঞ্চে বসেই বললেন, "বাম জমানায় রাজনৈতিক চাপে আমাকে কত কিছুই না করতে হয়েছে ।"

তবে, ইজ়রায়েল ও সিকন্দরের BJP-তে যোগদানের কথা অস্বীকার করেছেন রাজ্য কমিটির নেতা বাপি মিত্র । বলেন, "আমি BJP বা সিকন্দরকে মঞ্চে দেখিনি। দলে অনেকেই আসছেন । এখন যোগ দিচ্ছেন ঠিকই । আমরা সদস্যপদ দেওয়ার সময় সব বেছে নেব ।
"

Last Updated : Jul 13, 2019, 11:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details