বিধানননগর, 26 অগস্ট:সল্টলেক সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা অভিযোগ উঠেছিল । এক বছর পর পুলিশের জালে এই ঘটনার সঙ্গে জড়িত আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের মূল পাণ্ডা । অভিযুক্ত কুণাল গুপ্তাকে গ্রেফতার করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ । আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে । পুলিশের তরফ থেকে সাতদিনের হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে ৷
সূত্রের খবর, 2022 সালের অগস্ট মাসে সল্টলেক সেক্টর ফাইভ-এর গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ের 13 তলায় একটি ভুয়ো কল সেন্টারে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ । সেখান থেকে বিদেশি নাগরিকদের প্রতারণা করার অভিযোগে মোট 16 জনকে গ্রেফতার করা হয়েছিল । তবে অধরা ছিল সেই ভুয়ো কল সেন্টারের কর্ণধার এবং এই প্রতারণা চক্রের মূল পাণ্ডা কুণাল গুপ্তা । 2022 সালের নভেম্বর মাসে এই মামলার চার্জশিট জমা করে পুলিশ । সেখানে উল্লেখ ছিল, পলাতক কুণালের নাম । এরপরেই তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর মহকুমা আদালত ।