মধ্যমগ্রাম, 26 জুন :উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে চালু হল দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি ৷ এলাকার প্রবীণ নাগরিকরা যাতে বাড়িতে থেকেই করোনার টিকা পেতে পারেন, তার জন্যই এই কর্মসূচি ৷ শনিবার মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে 80 বছরের বেশি বয়সী বাসিন্দাদের জন্য দুয়ারে ভ্যাকসিন কর্মসূচির সূচনা করেন রাজ্য়ের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷
এদিন পৌরসভার 28 টি ওয়ার্ডেই বাড়িতে গিয়ে প্রবীণ নাগরিকদের টিকাকরণ করা হয় ৷ প্রতিটি ওয়ার্ড থেকে 11 জন করে মোট 308 জন বৃদ্ধ ও বৃদ্ধার টিকাকরণ করেন স্বাস্থ্যকর্মীরা ৷ সেই প্রক্রিয়া খতিয়ে দেখতে এদিন 23 নম্বর ওয়ার্ডের বীরেশ পল্লিতে হাজির হন খাদ্যমন্ত্রী নিজেই ৷ তিনি প্রবীণ নাগরিকদের টিকা নেওয়ার জন্য উৎসাহ দেন ৷ তাঁদের তুলে দেন টিকাকরণের শংসাপত্র ৷ খাদ্যমন্ত্রী ছাড়াও এই টিকাকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা-সহ পৌরসভার প্রশাসকমণ্ডলীর বেশ কয়েকজন সদস্য।
আরও পড়ুন :বনগাঁ পৌরসভার উদ্যোগে সত্তরোর্ধ্বদের জন্য শুরু হল দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি
স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোনও এলাকায় 60 বছরের বেশি বয়সী বা বিশেষভাবে সক্ষম বাসিন্দার সংখ্যা 10 জনের বেশি হলেই সেই এলাকার নিকটবর্তী কোনও কমিউনিটি হল কিংবা সরকারি জায়গায় শিবির তৈরি করে করোনার টিকাকরণ করা যাবে ৷ এছাড়া সরকারি ও বেসরকারি হাসপাতাল পরিচালিত টিকাকরণ কেন্দ্রেও প্রবীণ নাগরিকদের জন্য আলাদা করে টিকাকরণের ব্যবস্থা করতে হবে ৷