পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madan Warns Party Workers: 'পদ কাঁচি দিয়ে কেটে দিতে সময় লাগবে না', দলীয় কর্মীদের হুঁশিয়ারি মদনের - কড়া হুঁশিয়ারি দিলেন বিধায়ক মদন মিত্র

পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের বিভিন্ন ছবি ধরা পড়েছিল রাজ্য জুড়ে ৷ এরপরই অবশ্য দলের নিচু তলার কর্মী-সমর্থকদের বার্তা দিতে শোনা গিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে ৷ এরপর ফের কামারহাটির দলীয় কর্মী ও কাউন্সিলরদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিলেন বিধায়ক মদন মিত্র।

Etv Bharat
মদনের কড়া হুঁশিয়ারি

By

Published : Jul 19, 2023, 6:31 PM IST

মদনের কড়া হুঁশিয়ারি

কামারহাটি, 19 জুলাই: দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র ৷ মদনের সাফ পরামর্শ, পদ এখন আছে, আগামিকাল কাচি দিয়ে কেটে দিতে দুই মিনিট সময় লাগবে না। একই সঙ্গে, যারা অসুবিধা তৈরি করছে, তাদের কেঁদে পড়তে হবে বলেও জানান তিনি ৷

পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের বিভিন্ন ছবি ধরা পড়েছিল রাজ্যজুড়ে ৷ এরপরই অবশ্য দলের নিচু তলার কর্মী-সমর্থকদের বার্তা দিতে শোনা গিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে ৷ এরপর ফের কামারহাটির দলীয় কর্মী ও কাউন্সিলরদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিলেন বিধায়ক মদন মিত্র। কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে 21 জুলাই-এর প্রস্তুতি উপলক্ষ্যে দলীয় অনুষ্ঠানে গিয়ে দলের নেতা ও কাউন্সিলারদের সাবধান করে দিলেন বিধায়ক মদন মিত্র । বিধায়ক মদন মিত্র হুঁশিয়ারির সুরে বলেন, "এলাকায় অনেকে কাজ করতে বাধা দিচ্ছে । আমরা এমন অসুবিধা করব । পায়ে কেঁদে পড়া ছাড়া তখন উপায় থাকবে না । আমি কিন্তু সাবধান করে দিলাম। কে, কার সঙ্গে আছে, কার কত বড় জ্যাক । আমি জানতে চাই না ।"

এর সঙ্গেই মদন মিত্র জানান, প্রকৃত তৃণমূল কর্মীদের যারা চেপে দেওয়ার চেষ্টা করবেন, মানুষের কাজে বাধা ও বেআইনি নির্মাণে যারা মদত দেবেন, তাদেরও সাবধানে থাকতে হবে। তিনি বলেন, "আমরা কিন্তু তাদের পর্যবেক্ষণে রেখেছি । পদ আজকে আছে কালকে কাঁচি দিয়ে কেটে দিতে দু'মিনিট সময় লাগবে না ।" বছর গড়ালেই লোকসভা ভোট ৷ তার আগে রাজ্যের পঞ্চায়েত ভোট ছিল শাসক এবং বিরোধী উভয় দলের কাছেই অ্যাসিড টেস্টের সমান ৷ বার বার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই পঞ্চায়েত ভোটে যেখানে শান্তি এবং সুষ্ঠু ভোটের কথা বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের নিচু তলার কর্মীরা তা আদৌ মানেনি বলে দাবি খোদ দলেরই একাংশের ৷

তার ফল যেন সামনের লোকসভা ভোটে না পড়ে সেজন্য আগে-ভাগেই প্রস্তুত থাকতে চাইছে দলের নেতারা ৷ এদিন মদন মিত্র জানান, এলাকার মানুষকে নিয়ে দল করতে হবে। কামারহাটির দলীয় নেতা থেকে শুরু করে কাউন্সিলারদের উদ্দেশ্যে এমনই কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিধায়ক মদন মিত্র । যদিও এর আগে অনেকবারই বিধায়ক মদন মিত্রকে কখনও বিক্ষুব্ধ, কখনও শাসক দলের হয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা গিয়েছে ৷ সেই সব মন্তব্য ছিল মূলত বিরোধীদের উদ্দেশে ৷

আরও পড়ুন: 21 জুলাই বিডিও'দের হাসপাতালে ভরতি করবে বিজেপি, চূড়ান্ত হুমকি সুকান্ত'র

হুঁশিয়ারি দেওয়া থেকে শুরু করে বিরোধীদের এক ঘরে করার ডাক দিয়েছেন মদন মিত্র ৷ আবার কখনও বিক্ষুব্ধ হয়ে নাম না করে দলের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি ৷ এসব বক্তব্য সামনে আসার পরও তাঁকে দলবিরোধী বক্তব্যের জন্য কোনওরকম শাস্তির মুখে পড়তে হয়নি ৷ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি দল, আর তা নিয়েই বিরোধীদের পালটা দাবি, এগুলো সবই হচ্ছে আইওয়াস ৷ এরকম বক্তব্য রেখে মানুষের মনকে বিপথে চালাবার চেষ্টা করছেন মদন মিত্র ৷

ABOUT THE AUTHOR

...view details