কামারহাটি, 20 মার্চ:বাংলার শিক্ষিকাকে বরখাস্ত করায় আড়িয়াদহের বেসরকারি স্কুলের গেটের বাইরে সোমবার প্রতিবাদ জানাল বাংলাপক্ষ ৷ আর ঘটনার প্রতিবাদ জানানোয় এবার ওই সংগঠনকে হুঁশিয়ারি দিলেন মদন মিত্র (Madan Mitra) ৷ বাংলাপক্ষের আন্দোলন সঠিক নয় বলে মন্তব্য করেন এদিন তিনি ৷
আড়িয়াদহের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাংলা শিক্ষিকাকে বরখাস্ত করা নিয়ে তৈরি হয় বিতর্ক। বরখাস্ত করার চিঠিতে লেখা হয় বাংলা ভাষা অপ্রয়োজনীয় এবং স্কুলে বাংলা পড়ার ছাত্র না থাকায় তাঁকে বরখাস্ত করা হয়েছে । বরখাস্ত হওয়া শিক্ষিকার নাম দেবস্মিতা । এরপর ওই শিক্ষিকা এই ঘটনার প্রতিবাদ করেন । তারপর স্কুলের পক্ষ থেকে নিঃশর্তে ওই ভাষা ব্যবহার করার জন্য ক্ষমা চাওয়া হয়। এদিন এই ঘটনার প্রতিবাদে বাংলাপক্ষ স্কুলের গেটে বিক্ষোভ দেখায় । তাদের দাবি, অবিলম্বে ওই স্কুলে বাংলা পড়ানোর ব্যবস্থা করা হোক । তার সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে যেন বাংলা পড়ানো হয় ।
অপরদিকে এলাকার বিধায়ক মদন মিত্র উলটে বাংলাপক্ষের লোকদের হুঁশিয়ারি দেন ৷ তিনি মন্তব্য করেন, যদি তারা আন্দোলন থেকে সরে না-দাঁড়ান ৷ তাহলে রাস্তায় তৃণমূলের তরফ থেকে লোকজন নেমে বাংলাপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে । এরপর স্থানীয় কিছু যুবক ও মহিলা এসে বাংলাপক্ষের সদস্যদের অশালীন ভাষায় গালাগালি করে এলাকা থেকে বের করে দেয় বলে অভিযোগ।