বেলঘরিয়া, 9 নভেম্বর: ‘নন্দকুমার মডেল’-এখন চর্চার বিষয় রাজ্য রাজনীতিতে ৷ যেখানে একটি সমবায় নির্বাচনে বিজেপি ও সিপিআইএম জোট করে তৃণমূলের বিরুদ্ধে জিতেছে ৷ সেই ‘নন্দকুমার মডেল’ (Nandakumar Model) প্রসঙ্গ তুলে সিপিআইএম ও বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিতে শোনা গেল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra Threats BJP and CPIM in Belgharia) ৷ বেলঘরিয়ায় তৃণমূলের একটি সভায় মদন মিত্র বলেন, ‘‘সিপিআইএম ও বিজেপি যদি মনে করে থাকে, এটাকেও নন্দকুমার বানাব তাহলে বলব সাবধান হয়ে যান ! সব খবর আমার কানে আসছে ৷ ভিতরে ভিতরে কারা কোন স্টেজে ঘোটবাজি করছেন ৷ আমি কোনও হুঁশিয়ারি দিচ্ছি না ৷ তাঁদেব বলব, আসা যাওয়ার পথে একটু সাবধানে আসবেন ৷ রাস্তায় কখন কোথায় টপকে যাবেন, তখন কিন্তু বলতে পারবেন না ৷’’
শুধু বিরোধীদের হুঁশিয়ারি দেওয়াই নয়, নিজের দলের বিক্ষুদ্ধ গোষ্ঠীকেও একহাত নিয়েছেন মদন মিত্র ৷ তাঁর কথায়, ‘‘অনেকেই দলের মধ্য থেকে দলেরই ক্ষতি করার চেষ্টা করছেন ৷ দালালি করছে বিজেপি ৷ তৃণমূল কংগ্রেসকে বদনাম করে গায়ে কালি ছেটানোর চেষ্টা করছেন অনেকে ৷ তাঁদের কীভাবে ‘ডোজ’-দিতে হয়, তা দলের কর্মীরা ভালো মতো জানেন ৷’’
পাশাপাশি বিক্ষুদ্ধ গোষ্ঠীকে হুঁশিয়ারি দিয়ে মদন মিত্র বলেন, "কারোর যদি মনে হয় তৃণমূল কংগ্রেসকে পছন্দ হচ্ছে না ৷ ভালো লাগছে না ৷ তাহলে ছেড়ে চলে যান ৷ আমরাই তৃণমূল কংগ্রেস চালাব ৷ তাঁদের ওপেন ‘ফতোয়া’ দিয়ে যাচ্ছি ৷ এক ঘণ্টার মধ্যে তাঁরা যেন তৃণমূল ছেড়ে বেরিয়ে যান ৷ তাঁদের জন্য তৃণমূলের গায়ে একটা আচড় পড়বে না ৷ টেক্সমেকো কারখানার ভিতর এমন অবস্থা করে ছাড়ব যে, 100 জনের মধ্যে 99 জনই তৃণমূল ছাড়া আর কোনও ঝান্ডা ধরবে না ৷’’