কামারহাটি, 25 মার্চ:ফের একবার বিরোধীদের নিশানা করলেন কামারহাটির বিধায়ক তথা তৃণমূল নেতা মদন মিত্র ৷ শনিবার কামারহাটিতেই একটি সাংবাদিকদের সম্মেলন করেন তিনি ৷ এই সম্মেলনে কড়া ভাষায় আক্রমণ করেন সিপিএমকে (Madan Mitra slams CPM) ৷ কয়েকটি ক্ষেত্রে তাঁর রাজনৈতিক আক্রমণ ছাড়িয়ে যায় শালীনতার সীমা ! সিপিএমকে কার্যত কংগ্রেস ও বিজেপির দালাল বলে কটাক্ষ করেন মদন ৷ তবে, একইসঙ্গে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের ঘটনায় কাঠগড়ায় তোলেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে ৷
মদন মিত্রের বক্তব্য, সিপিএম ছেড়ে আসা কিছু দলবদলু নেতা ও কর্মীর জন্যই তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ৷ এই প্রসঙ্গে মদন বলেন, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'বদলা নয়, বদল চাই' ৷ মদনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসাপরায়ণ হননি বলেই বহু সিপিএম নেতা বাম আমলে অনেক অন্য়ায় করেও রেহাই পেয়ে গিয়েছেন ৷ মদনের ইঙ্গিত, এখন সেই সিপিএম নেতারাই তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন ৷ পাশাপাশি, কিছু নেতা ও কর্মী সিপিএম ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন ৷ তাঁরাই ভিতর থেকে তৃণমূলের ক্ষতি করছেন বলেও অভিযোগ করেন মদন ৷