পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Saugata Roy vs Madan Mitra: 'দলের ভালো-মন্দ বিচারের দায়িত্ব সৌগত রায়ের নয়', বিস্ফোরক মদন মিত্র - মদন মিত্র

তৃণমূলের অন্দরে কোন্দল! কাজিয়ায় তবে কি সৌগত রায় ও মদন মিত্র? প্রশ্ন উঠছে, সৌগত রায়ের মন্তব্য ও মদনের পালটা জবাব ঘিরে ।

Etv Bharat
মদন মিত্র ও সৌগত রায়

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 11:08 PM IST

Updated : Nov 8, 2023, 9:38 AM IST

সৌগত রায় ও মদম মিত্রের বক্তব্য

বেলঘরিয়া, 7 নভেম্বর: দুর্নীতির অভিযোগে গ্রেফতারের বর্ধিত তালিকা নিয়ে এবার কি তৃণমূলের অন্দরেই জমছে ক্ষোভ ? অন্তত সেই আঁচই পাওয়া গেল সৌগত রায় ও মদন মিত্রের বক্তব্য ও পালটা জবাবে । যেথানে তৃণমূল সাংসদ সৌগত রায়ে একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়ক মদন মিত্র বেশ বেলাগাম মন্তব্যই করে বসলেন । সৌগত প্রসঙ্গে মদনের সপাটে জবাব, "সৌগত রায় একজন প্রবীণ নেতা । তিনি দলের বিষয়ে মন্তব্য করতেই পারেন । তবে দলের অবস্থা ভালো কী খারাপ সেটা দেখার দায়িত্ব সৌগত রায়কে দেওয়া হয়নি । এটা ওনার ব্যক্তিগত মতামত । দলের বিষয়ে বলার জন্য মুখপাত্ররা রয়েছেন । মুখ্যমন্ত্রী এখনও বলেননি যে দলের অবস্থা খারাপ দলীয় কর্মীরা সতর্ক হন । তাই ওনার বয়স হয়েছে। এতে দলের কর্মীরা হতাশ হবেন না ।"

এবারে নজর দেওয়া যাক, ঠিক কী বলেছেন সৌগত রায় । দুর্নীতির ও তার জেরে গ্রেফতার, গোটা বিষয়টি নিয়েই অখুশি তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় । মঙ্গলবার দলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে দলীয় নেতাদের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন দমদমের তৃণমূল সাংসদ ।এদিন সৌগত রায় বলেন,"দলের অনেক নেতাই ঠিকমতো চলছেন না । মাথায় রাখতে হবে আমাদের আচার, ব‍্যবহার এমন না হয় যাতে মানুষ দুঃখ পায় । অনেকে ভাবতে শুরু করেছেন, একটু ক্ষমতা হাতে পেয়েছি বলে আমাদের বলার কেউ নেই ৷ মানুষ কিন্তু সঠিক সময়ে যা বলার বলে দেয় । তাই আমাদের মধ্যে কোনও ত্রুটি থাকলে শুধরে নিন । ভুল রাস্তায় যাবেন না ।"

তিনি আরও বলেন,"এই বেলঘরিয়ায় সিপিএমের সংগঠনের শিকড় গভীরে রয়েছে । তাই আত্মতুষ্টিতে ভোগার কোনও জায়গা নেই । সামনেই 2024-এর লোকসভা নির্বাচন । তৃণমূলের বিকল্প কেউ না থাকলেও আমরা আমাদের সংগঠন বৃদ্ধির কাজ চালিয়ে যাব । মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছে । তাই, মানুষের প্রতি দায়বদ্ধ আমরা ।"

এই অনুষ্ঠানেই হাজির ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্রও । সেখানেই নাম না নিয়েই দলের কয়েকজনের সমালোচনায় মুখর হন সাংসদ সৌগত রায় । যা হয়ত মেনে নিতে পারেননি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাই সৌগতকে পালটা জবাব দিতে পিছপা হলেন না তিনি ।

এদিকে জ‍্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে সৌগত রায় বলেন, "এই বিষয়ে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়েছেন চক্রান্ত করে এই গ্রেফতারি । এই চক্রান্তের বিরুদ্ধে আমরা সর্বাত্মকভাবে পথে নেমেছি । এই বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মানব । এই নিয়ে আমরা আর নিজেদের মধ্যে আলোচনা করব না । সংগঠনের শ্রীবৃদ্ধিতে নজর দেব ।"

যদিও, সৌগত রায়ের মন্তব্য ও মদনের পালটা জবাবে আপাতত সরগরম তৃণমূলের অন্দরমহল ।

আরও পড়ুন : ইডি রাজনৈতিক প্রতিহিংসা করছে, সায়নী ঘোষকে তলব নিয়ে মন্তব্য সৌগতর

Last Updated : Nov 8, 2023, 9:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details