পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madan Mitra: বিরোধীদের নোংরামিকে টিপে মারার হুঁশিয়ারি মদনের - মদন মিত্রের হুঁশিয়ারি

ফের বেলাগাম মদন মিত্র ৷ শনিবার অশোকনগরে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বিরোধীদের হুঁশিবারি দেন তিনি ৷

ETV Bharat
মদন মিত্র

By

Published : Jul 1, 2023, 10:45 PM IST

মদন মিত্রের বক্তব্য

অশোকনগর, 1 জুলাই: ফের বেলাগাম কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র । এবার বিরোধীদের শায়েস্তা করতে গিয়ে সরাসরি হুমকি দিয়ে বসলেন তিনি ৷ প্রকাশ্য মঞ্চ থেকে 'টিপে মারা'র হুঁশিয়ারি দিলেন বিধায়ক মদন মিত্র ।

শনিবার বিকেলে উত্তর 24 পরগনার অশোকনগরে পঞ্চায়েত ভোটের প্রচারে এসে দলীয় সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিরোধীদের নিশানা করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র । বিরোধীদের আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, "বিরোধীরা নোংরামি করছে । ওই নোংরামিকে টিপে মেরে দেব । কি করবেন? আবারও কেস করবেন? কালকে ডেকে পাঠাবেন? ডাকুন ৷"

ভোট প্রচারে এসে এদিন মদেনের আরও মন্তব্য, ফাঁকা মাঠ । খেলার কেউ নেই । বিরোধীরাও কোনও সিগন্যাল দিচ্ছে না । মাঠে কোনও দেওয়াল নেই । কী আর খেলা হবে! এরপরই বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তৃণমূলের এই বিধায়ক বলেন,"আমরা ভোটে লড়াই করব না। কিচ্ছু করব না। শুধু বিরোধীদের উদ্দেশ্যে বলব আমাদের মতো এত বড় একটি জনসভা করে দেখাক । সিপিএম, কংগ্রেস, বিজেপি সকলে মিলে সমস্ত শক্তি কাজে লাগিয়ে বলুক, এখানে জোড়া ফুলের কোনও সাংগঠনিক শক্তি নেই । তাহলেই বুঝব ওদের দম আছে । আমাকে যদি পার্টি বলত, ভোটে দাঁড়াতে ইচ্ছুক কি না ! তাহলে আমি বলতাম ভোটে দাঁড়াব তো অবশ্যই । শুধু কাগজে সই করে দিলেই হত । আর কিছু করার প্রয়োজন হত না । কারণ এতবড় সভাতেই ভোটের সবকিছু হয়ে যেত । দরকার হলে আমি আপনাদের পা ধুয়ে দিতাম গঙ্গাজল দিয়ে ৷"

আরও পড়ুন: পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর পক্ষে সওয়াল রাজ্যপালের

এদিকে, ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেক বন্দোপাধ্যায়কে মন্দিরে ঢুকতে না-দেওয়ার প্রসঙ্গ টেনে নাম না-করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকেও আক্রমণ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। এই বিষয়ে মদন মিত্র বলেন, "সেদিন ওদের (বিজেপি) যে ক-পিস ছিল । আমরা চাইলে গোলাপ ফুলের মতো তুলে নিতে পারতাম । ওদের কয়েক পিস ছিল । আর আমাদের কয়েক হাজার । ওরা বলেছে নাকি অভিষেক ব্রাহ্মণ বলে মন্দিরে ঢুকতে দেবে না । অনুমতি লাগবে ! মন্দির এবং মসজিদে ঢুকতে গেলে কি কারোর অনুমতি প্রয়োজন হয়? আপনারাই বলুন । বিজেপি একটা অদ্ভূত দল । সারাদিন জয় শ্রীরাম। হাজার টাকা গ‍্যাসের দাম"। লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত ভোটকে সেমি ফাইনাল বলেও জানিয়েছেন মদন ৷

ABOUT THE AUTHOR

...view details