বারাসত, 29 ডিসেম্বর : লোকসভা ভোটের আগেও বিরোধী ঐক্যের চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু সেই ঐক্য থাকেনি । ঝাড়খণ্ডে গিয়ে উনি যে বিরোধী ঐক্যের চেষ্টা করছেন, সেটাও থাকবে না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়খণ্ডে যাওয়ার বিষয়টি নিয়ে আজ এভাবেই কটাক্ষ করলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।
মমতার বিরোধী ঐক্য গড়ার চেষ্টা ব্যর্থ হবে, কটাক্ষ লকেটের - Locket Chattopadhyay
লকেট চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, "লোকসভা ভোটের আগে ব্রিগেডে বিরোধী নেতাদের এনে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী । মঞ্চে বিরোধী দলের নেতারা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে ঐক্য দেখানোর চেষ্টা করেছিলেন । কিন্তু সেই ঐক্য থাকেনি । আজ তাঁদের অস্তিত্ব কোথায় ? কতজন তাদের সাংসদ ? সেই সমস্ত বিরোধীরা আজ অদৃশ্য হয়ে গেছে ! BJP-র বিরোধিতা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড সফরে গিয়ে বিরোধী ঐক্যের যে চেষ্টা করছেন, সেই ঐক্যও থাকবে না ৷"
বারাসতের নীলগঞ্জে হিন্দু ধর্মসভার এক অনুষ্ঠানে আজ যোগ দেন তিনি । সেখানেই লকেট কটাক্ষ করে বলেন, "লোকসভা ভোটের আগে ব্রিগেডে বিরোধী নেতাদের এনে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী । মঞ্চে বিরোধী দলের নেতারা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে ঐক্য দেখানোর চেষ্টা করেছিলেন । কিন্তু সেই ঐক্য থাকেনি । আজ তাঁদের অস্তিত্ব কোথায় ? কতজন তাদের সাংসদ ? সেই সমস্ত বিরোধীরা আজ অদৃশ্য হয়ে গেছে ! BJP-র বিরোধিতা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড সফরে গিয়ে বিরোধী ঐক্যের যে চেষ্টা করছেন, সেই ঐক্যও থাকবে না ৷"
আজ ওই অনুষ্ঠানে যোগ দিয়ে নাগরিকত্ব (সংশোধনী) আইন ২০১৯-এর প্রচার নিয়ে দলীয় ব্যর্থতার কথা স্বীকার করলেন BJP-র রাজ্য নেতা শমীক ভট্টাচার্য । তিনি বলেন, "এ ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা আছে । CAA নিয়ে যেভাবে প্রচার করার প্রয়োজন ছিল, আমরা সেভাবে করতে পারিনি । ফলে মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছি ৷"