পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিনাখাঁয় বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল - central appointed team

মিনাখাঁয় বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা । প্ল্যাকার্ড নিয়ে তাঁদের কনভয় আটকান স্থানীয় বাসিন্দারা ।

ছবি
ছবি

By

Published : Jun 5, 2020, 5:59 PM IST

Updated : Jun 5, 2020, 7:21 PM IST

মিনাখাঁ, 5 জুন : স্থানীয় প্রশাসনের তরফে সঠিকভাবে সাহায্য করা হচ্ছে না । তাদের জন্য যথাযথ ব্যবস্থা করা হোক । এই দাবিতে আজ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বিক্ষোভ দেখালেন আমফান বিধ্বস্ত মিনাখাঁর বাসিন্দারা । প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কনভয়ের সামনে দাঁড়িয়ে পড়েন তাঁরা । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে গেছে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ও মিনাখাঁ ব্লকের বিস্তীর্ণ এলাকা । আজ সেই সমস্ত এলাকা পরিদর্শনে আসে চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল । সন্দেশখালির ধামাখালিতে প্রশাসনিক বৈঠক সেরে মিনাখাঁর মালঞ্চ বাজার এলাকা দিয়ে কলকাতায় ফিরছিলেন তাঁরা । তখন সেখানকার বাসিন্দারা হিন্দি ও ইংরেজিতে লেখা প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কনভয়ের সামনে দাঁড়িয়ে পড়েন ।

মিনাখাঁয় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বিক্ষোভ

বিক্ষোভকারীদের অভিযোগ, আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যথাযথভাবে সাহায্য করছেন না মিনাখাঁর BDO শেখ কামরুল ইসলাম । তিনি শুধু শাসক দলের সমর্থকদের সাহায্য করছেন । বহুবার সাহায্যের দাবি নিয়ে তাঁরা BDO অফিসে গেছেন । কিন্তু তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে । এবিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, "বারবার সাহায্যের আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি । ব্লক প্রশাসন শাসক দলের লোকজনকে সাহায্য করছে । পুরো পার্টি অফিস তৈরি হয়েছে । আমরা আজ কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম । কিন্তু পুলিশ শক্তিপ্রয়োগ করে আমাদের হটিয়ে দিয়েছে । আমাদের কথা বলতে দেওয়া হয়নি । কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে আমাদের দাবি, যথাযোগ্য তদন্ত করে প্রকৃত দুর্গতদের সাহায্য করুন ।" BDO-র অপসারণের দাবিও তুলেছেন তাঁরা ।

Last Updated : Jun 5, 2020, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details