বনগাঁ , 26 জুন : আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ ৷ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ঝাঁটা, জুতো নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা ৷ বনগাঁর ধর্মপুকুরিয়া পঞ্চায়েতের শুকপুকুরিয়া গ্রামের ঘটনা । অভিযোগ, পঞ্চায়েত সদস্যের ছেলেকেও মারধর করেন বাসিন্দারা ৷ এরপর ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷
শুকপুকুরিয়া গ্রামের পঞ্চায়েত সদস্য গোপাল দে ৷ স্থানীয়দের অভিযোগ, গোপালবাবুর পরিবারের দু'জন ক্ষতিপূরণের টাকা পেয়েছেন । অসংখ্য পরিবার এভাবে টাকা পেয়েছেন । আবার ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও অনেকে ক্ষতিপূরণের টাকা পাননি ৷ তাই গতকাল দুর্নীতির অভিযোগ তুলে গ্রামের মহিলারা ঝাঁটা-জুতো নিয়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ গোপাল দের পরিবারের অভিযোগ, গোপালবাবুকে না পেয়ে তার ছেলে উত্তম দেকে মারধর করে BJP কর্মীরা ৷ গোপাল দে বলেন, তিনি কোনওরকম দুর্নীতির সঙ্গে জড়িত নন । রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে । গ্রামের বাসিন্দারা তাঁর ছেলেকে মারধর করেছে ৷