গাইঘাটা, 7 জুন : রাস্তার দু'ধারে কঙ্কালের মত সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রাণহীন বেশ কয়েকটি গাছ । মাঝে মধ্যেই এইসব গাছের ডাল ভেঙে পড়ে রাস্তায় ৷ এখনও পর্যন্ত তেমন দুর্ঘটনা না-ঘটলেও তা যে কোনও মুহূর্তেই ঘটতে পারে ৷ তাই স্থানীয় বাসিন্দারা চাইছেন অবিলম্বে এই গাছগুলি কেটে রাস্তার ধারে নতুন গাছ লাগানোর ব্যবস্থা করুক সরকার (Locals of Jhaudanga demand to cut down the dead trees alongside the road)৷
উত্তর 24 পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ঝাউডাঙা থেকে আংরাইল পর্যন্ত রাস্তায় প্রায় 30-32টি এমন নিষ্প্রাণ গাছ রয়েছে ৷ স্থানীয় পঞ্চায়েতের বক্তব্য, আমফানের পর থেকেই গাছগুলি ধীরে ধীরে মরে গিয়েছে ৷ কিন্তু যেহেতু রাস্তার ধারে লাগানো গাছ পিডব্লিউডির জায়গা তাই স্থানীয় প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নিতে পারে না ৷ গাছ কাটার আগে তাদের অনুমতি প্রয়োজন ৷
স্থানীয় এক টোটো চালকের কথায়, রাস্তার পাশে বড় এই গাছগুলি থাকায় গ্রীষ্মকালে চলাচলে খুব সুবিধা হত । মাঠে কাজে গিয়ে গাছগুলির নিচে আশ্রয় নেওয়া যেত । কিন্তু আমফানের পর থেকে কোনও এক অজানা কারণে একে-একে সবুজ সতেজ শিরীষ গাছগুলি মারা গিয়েছে ৷ এখন গাছগুলি কাটার ব্যবস্থা না-করলে তা ভেঙে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে ৷ তবে গাছ কাটার পর যেন নতুন গাছ লাগানো হয়, সে কথাও উল্লেখ করেন তিনি ৷
আরও পড়ুন :India Tour By Bicycle : জল সংরক্ষণ ও গাছ বাঁচানোর বার্তা নিয়ে সাইকেলে ভারত ভ্রমণ যুবকের