আমডাঙা (উত্তর 24 পরগনা), 4 মে : গাঁজা, হেরোইনের রমরমা ব্যবসার (Ilegal Drug Business) জেরে এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ । দুষ্কৃতীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ বাসিন্দারা । এমনই অভিযোগ উত্তর 24 পরগনার (North 24 Parganas) আমডাঙার বাসিন্দাদের ৷ এই অভিযোগ তুলেই বুধবার ক্ষিপ্ত জনতা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দিল হেরোইনের ঠেকে (Locals demolish makeshift drug hubs on National Highway) । পুলিশ গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ৷ তবে পুলিশ কয়েকজন হেরোইন কারবারিকে আটক করলেও মূল পান্ডা হাফিজুল ইসলাম পলাতক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমডাঙার কাছারি মোড়ে 34 নম্বর জাতীয় সড়কের (NH 34) পাশেই পুলিশের নাকের ডগায় রমরমিয়ে চলছিল গাঁজা, হেরোইনের কারবার । দোকানের আড়ালে এই কারবার ফেঁদে বসেছিলেন হাফিজুল ইসলাম নামে এক ব্যবসায়ী । রাতবিরেতে সেখানে বহিরাগতদের আনাগোনা বাড়ছিল । নেশায় চূড় হয়ে বিভিন্ন অসামাজিক কার্যকলাপও ঘটাচ্ছিল দুষ্কৃতীরা ।
এলাকার বাসিন্দাদের দাবি, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রকাশ্যে গাঁজা, হেরোইনের ব্যবসা চললেও তা বন্ধ করতে কোনও উদ্যোগ নেয়নি পুলিশ-প্রশাসন । সেই কারণেই বুধবার এলাকার বাসিন্দাদের একাংশ হেরোইনের ঠেকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল জিনিসপত্রে ।