পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Drug Hubs at Amdanga : জাতীয় সড়কের পাশে মাদকের ঠেকে ভাঙচুর আমডাঙার বাসিন্দাদের - NH 34

বুধবার ক্ষিপ্ত জনতা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দিল মাদকের ঠেকে (Locals demolish makeshift drug hubs on National Highway) । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ কয়েকজনকে আটকও করেছে পুলিশ ৷ তবে মূল পান্ডা হাফিজুল ইসলাম পলাতক ।

locals-demolish-makeshift-drug-hubs-on-national-highway
Drug Hubs at Amdanga : জাতীয় সড়কের পাশে মাদকের ঠেক ভাঙল আমডাঙার বাসিন্দারা

By

Published : May 4, 2022, 4:33 PM IST

আমডাঙা (উত্তর 24 পরগনা), 4 মে : গাঁজা, হেরোইনের রমরমা ব‍্যবসার (Ilegal Drug Business) জেরে এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ । দুষ্কৃতীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ বাসিন্দারা । এমনই অভিযোগ উত্তর 24 পরগনার (North 24 Parganas) আমডাঙার বাসিন্দাদের ৷ এই অভিযোগ তুলেই বুধবার ক্ষিপ্ত জনতা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দিল হেরোইনের ঠেকে (Locals demolish makeshift drug hubs on National Highway) । পুলিশ গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ৷ তবে পুলিশ কয়েকজন হেরোইন কারবারিকে আটক করলেও মূল পান্ডা হাফিজুল ইসলাম পলাতক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

জাতীয় সড়কের পাশে মাদকের ঠেক ভাঙল আমডাঙার বাসিন্দারা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমডাঙার কাছারি মোড়ে 34 নম্বর জাতীয় সড়কের (NH 34) পাশেই পুলিশের নাকের ডগায় রমরমিয়ে চলছিল গাঁজা, হেরোইনের কারবার । দোকানের আড়ালে এই কারবার ফেঁদে বসেছিলেন হাফিজুল ইসলাম নামে এক ব‍্যবসায়ী । রাতবিরেতে সেখানে বহিরাগতদের আনাগোনা বাড়ছিল । নেশায় চূড় হয়ে বিভিন্ন অসামাজিক কার্যকলাপও ঘটাচ্ছিল দুষ্কৃতীরা ।

এলাকার বাসিন্দাদের দাবি, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রকাশ্যে গাঁজা, হেরোইনের ব্যবসা চললেও তা বন্ধ করতে কোনও উদ্যোগ নেয়নি পুলিশ-প্রশাসন । সেই কারণেই বুধবার এলাকার বাসিন্দাদের একাংশ হেরোইনের ঠেকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল জিনিসপত্রে ।

জাতীয় সড়কের পাশে মাদকের ঠেক ভাঙল আমডাঙার বাসিন্দারা

খবর পেয়ে আমডাঙা থানার পুলিশ ঘটনাস্থালে যায় ৷ ক্ষিপ্ত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে । কিন্তু বাসিন্দারা স্পষ্ট জানিয়ে দেন, কারবারের মূল পান্ডা হাফিজুলকে গ্রেফতার করতে হবে । ছড়িয়ে ছিটিয়ে থাকা মদ, গাঁজা ও হেরোইনের কারবার বন্ধ করার উদ্যোগ নিতে হবে পুলিশ-প্রশাসনকে । নইলে আন্দোলনে নামতেও পিছপা হবেন না তাঁরা । পরে পুলিশি আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

জাতীয় সড়কের পাশে মাদকের ঠেক ভাঙল আমডাঙার বাসিন্দারা

এই বিষয়ে আমডাঙা থানার পুলিশ জানিয়েছে, হেরোইন কারবারের সঙ্গে যুক্ত থাকায় এদিন কয়েকজনকে আটক করা হয়েছে ।তাদের জেরা করে মূল পান্ডা হাফিজুলের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে । আশা করা যায়, শীঘ্রই তারও হদিস মিলবে ।

আরও পড়ুন :Bagdah Rape Case : জামিনে ছাড়া পেয়ে অভিযোগকারিণীকে ফের ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

ABOUT THE AUTHOR

...view details