হালিশহর, 15 জুলাই : জনবহুল এলাকায় কোয়ারানটিন সেন্টার তৈরিতে আপত্তি তুলে মানিকপীরে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা । অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । মহিলা সহ কয়েকজন জখম হন ।
উত্তর 24 পরগনায় কোরোনা সংক্রমণ ক্রমে বেড়েছে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার প্রতিটি কন্টেনমেন্ট জ়োনে নতুন করে লকডাউন জারি হয়েছে । হালিশহরেও সংক্রমণ বেড়েছে । আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে । এরই মাঝে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ মানিকপীর এলাকায় পুলিশ আবাসনের কয়েকটি ঘরে একটি কোয়ারানটিন সেন্টার খোলার সিদ্ধান্ত নেয় ।
প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে গতকাল পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থানে গিয়ে অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করে পুলিশ । কিন্তু বাসিন্দারা সেই অনুরোধ না শুনে অবরোধ চালিয়ে যান । তখন পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় । কয়েকজন মহিলাও জখম হয়েছে বলে অভিযোগ ।
স্থানীয় বাসিন্দা তাপস দাস বলেন, "আমাদের এলাকাটি জনবহুল । এখানে কোয়ারানটিন সেন্টার তৈরি হলে আমরা বিপদে পড়ব । তাই আপত্তি জানিয়ে আমরা পথ অবরোধ করেছিলাম । পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেছে ।"
প্রিয়াঙ্কা দত্ত নামে আর একজন বলেন, "আমরা খবর পেয়েছি এখানে 300 থেকে 350 কোরোনা আক্রান্তকে রাখা হবে । জনবহুল এই এলাকায় কোয়ারানটিন সেন্টার তৈরি না করে অন্য কোনও ফাঁকা জায়গায় তা করা হোক । আমরা এই দাবি জানিয়েছি । আমাদের দাবি মানা হয়নি । পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে । অবরোধ তুলে দেয় ।" যদিও লাঠিচার্জের কথা অস্বীকার করেছে পুলিশ ।