বনগাঁ, 9 নভেম্বর : বুধবার থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা । সাধারণত বনগাঁ স্টেশন থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ কর্মস্থলের উদ্দেশে পাড়ি দেন কলকাতায় । ট্রেন চালু হওয়ার খবরে খুশি সেই নিত্যযাত্রীরা । খুশি হকাররাও ৷ সকলের বক্তব্য, বাসে বা অন্য কোনও যানবাহনে যাতায়াতে খরচ অনেক বেশি । লোকাল ট্রেন চালু হলে তাঁদের অনেকটাই সাশ্রয় হবে । পাশাপাশি সড়কপথে যাতায়াতের ভোগান্তিও কমবে ।
সোমবার সকালে নিত্যযাত্রীদের অনেকেই বনগাঁ স্টেশনে আসেন । অনেকেই পুরোনো মান্থলি টিকিট নবীকরণ করেন । কিন্তু লোকাল ট্রেন চালু হলে সামাজিক দূরত্ব কতটা মানা হবে, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন । নিত্যযাত্রীদের একটি অংশ মনে করছেন, যাত্রীরা সচেতন হলেই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব । তাঁদের বক্তব্য, ট্রেনের সংখ্যা বাড়লেই সামাজিক দূরত্ববিধির সমস্যা কমবে । এদিকে ট্রেন চালুর খবরে খুশি স্টেশন চত্বরের হকাররাও । ট্রেন চালু হলে যাত্রী সংখ্যা বাড়বে । তাতে তাঁদের ব্যবসা ফের ভালো হবে, আশা করছেন তাঁরা । ইতিমধ্যে ধুয়েমুছে দোকান সাজানোর কাজ শুরু করেছেন তাঁরা ।