ব্যারাকপুর, 4 অগাস্ট : লোকাল ট্রেনে আগুন । আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা । আপ শিয়ালদা-রানাঘাট লোকাল যখন ব্যারাকপুর স্টেশনে আসে তখন যাত্রীরা তিন নম্বর কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান । সঙ্গে সঙ্গে চালককে বিষয়টি জানানো হয় । চালক অত্যন্ত তৎপরতার সাথে ব্যারাকপুর 1A প্লাটফর্মে নিয়ে দাঁড় করিয়ে দেন ।
ব্যারাকপুরে লোকাল ট্রেনে আগুন - Local train fire
ব্যারাকপুরে ঢোকার মুখে আপ শিয়ালদা রানাঘাট লোকালে আগুন ৷ চালকের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় ৷
ব্যারাকপুর
এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । এরপর যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে মেরামতির কাজ শুরু হয় । রেল সুত্রে খবর চাকার সাথে ব্রেকের সাথে ঘর্ষণেই এই ধোঁয়া বেরিয়েছে । তবে খুব বড় বিপদ এড়ানো গেছে ৷ চালকের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে ৷ কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় ৷