বারাসত, 11 ফেব্রুয়ারি : জনবহুল এলাকা থেকে ভাগাড় সরানোর দাবিতে ফের সরব হল ভ্যাট উচ্ছেদ কমিটির সদস্যরা । এই দাবিতে গতকাল আবারও পথে নামে কমিটির সদস্যরা । প্লাকার্ড হাতে মিছিল শুরু করে বারাসতের কাজিপাড়া এলাকা থেকে এগোয় টাকি রোড ধরে । শেষ হয় পীরগাছা মোড়ে । এই মিছিলে পা মেলায় সাধারণ মানুষও ।
আন্দোলনকারীদের দাবি, জনবহুল এলাকা থেকে ভাগাড় সরাতে হবে । না হলে আন্দোলন চলতে থাকবে । যদিও, ভাগাড়ের জমি জোর করে আটকে রেখে আন্দোলন করার অভিযোগ তুলেছে পৌর কর্তৃপক্ষ । সেই সঙ্গে বিকল্প জায়গায় ভ্যাট সরানোর কাজ চলছে বলেও দাবি তাঁদের ।
বারাসতের কদম্বগাছি এলাকায় পৌরসভার ভাগাড় উচ্ছেদ নিয়ে বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এলাকাবাসী । এরজন্য স্থানীয়রা গড়ে তুলেছে ভ্যাট উচ্ছেদ কমিটিও । সেই কমিটির উদ্যোগেই লাগাতার চলছে আন্দোলন । এমনকী পৌরসভার ভাগাড়ের সামনে বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে । যাতে পৌরসভার ভ্যাটের গাড়ি সেখানে প্রবেশ করতে না পারে ।
আন্দোলনের জেরে প্রভাব পড়েছে ভ্যাটের স্বাভাবিক কাজকর্মেও । পরিস্থিতি জটিল হওয়ায় আসরে নামতে হয় জেলা প্রশাসনকে । সমাধান সূত্র খুঁজতে তাঁদের উদ্যোগে একাধিকবার ত্রিপাক্ষিক বৈঠকও আয়োজিত হয় । তারপরও কোনও রফাসূত্র মেলেনি ।