বারাসতের জনবহুল এলাকায় কোরোনা হাসপাতাল, বিক্ষোভ বামেদের
জনবহুল এলাকায় কোরোনা হাসপাতাল করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখাল বামেরা ৷ বারাসতের যশোর রোডের পাশে একটি নার্সিংহোমকে কোরোনা হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ নার্সিংহোমটি জনবহুল এলাকায় হওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে ৷ স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীদের সমর্থনে বাম নেতা-কর্মীরা আজ দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান ৷
বারাসত, 10 জুলাই : জনবহুল এলাকায় কোরোনা হাসপাতাল করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামল বামেরা । আজ সকালে বারাসত-চাঁপাডালি মোড়ে যশোর রোডের পাশে এক নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরা । আন্দোলনের নেতৃত্ব দেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় । এই বেসরকারি নার্সিংহোমকেই কোরোনা হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর । এই মর্মে সম্প্রতি নির্দেশিকাও এসেছে জেলা প্রশাসনের কাছে। বিষয়টি চাউর হতেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা । এবার তাঁদের পাশে দাঁড়িয়ে সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সরব হল বামেরাও । ওই বেসরকারি নার্সিংহোমের সামনে তারা বিক্ষোভ দেখায় । বামেদের এই আন্দোলনে সামিল হয়েছিলেন এলাকার বাসিন্দারাও । প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ । এর জেরে সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হয় নার্সিংহোমের । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
লকডাউন শিথিল হতেই রাজ্যের কোরোনা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে । প্রায় প্রতিদিনই সংক্রমণ বাড়ছে । আক্রান্তের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর 24 পরগনা । এই জেলায় সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি সদর শহর বারাসতে । হুহু করে সংক্রমণ বাড়ছে এখানে । এতদিন সংক্রমিতের চিকিৎসার জন্য বারাসতে একটিই কোরোনা হাসপাতাল ছিল । বারাসতের কদম্বগাছির ওই কোরোনা হাসপাতালে দিনদিন চাপ বাড়ছিল । চাপ কমাতে বারাসতে আরও একটি কোরোনা হাসপাতাল করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্যদপ্তর। সেই জন্য বেছে নেওয়া হয় বারাসত চাঁপাডালি মোড়ের কাছে মেগাসিটি নার্সিংহোমকে । স্বাস্থ্যদপ্তরের এক নির্দেশিকা এসে পৌঁছায় জেলা প্রশাসনের কাছে । এরপরই নার্সিংহোম কর্তৃপক্ষকে যাবতীয় পদক্ষেপ করতে বলা হয়েছে ।
এদিকে সরকারি এই সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ ছিলেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা । কারণ এলাকাটি জনবহুল । ওই নার্সিংহোমের পাশেই একাধিক আবাসন ও দোকানপাট রয়েছে । তা ছাড়া নার্সিংহোমের অদূরেই রয়েছে মাছের আড়ত,অটো ও ট্যাক্সি স্ট্যান্ডও । সেখানে নিয়মিত মানুষের আনাগোনা লেগে থাকে। ফলে একরকম একটি জনবহুল এলাকায় কোরোনা হাসপাতাল হলে সংক্রমণ বাড়ার আশঙ্কাও করছেন অনেকে । এসবের মধ্যেই এবার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখালেন বাম কর্মী-সমর্থকরা । তাঁদের সঙ্গে আন্দোলনে সামিল হন কয়েকজন আবাসিক ও স্থানীয় বাসিন্দারা ।