বারাসত, 11 ফেব্রুয়ারি : তৃণমূল নেতা মদন মিত্রর গাড়ি ঘিরে বিক্ষোভ বাম কর্মী-সমর্থকদের । স্লোগান ওঠে, "চাল চোরের সরকার,আর নেই দরকার" । ক্ষেপে গিয়ে গাড়ি থেকে নেমে নিরাপত্তারক্ষীদের সামনেই আঙুল উঁচিয়ে হম্বিতম্বির অভিযোগ উঠেছে প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রের বিরুদ্ধে । ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে । পুলিশ কোনওরকমে মদন মিত্রকে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয় । পরে,বাম কর্মী-সমর্থকদের বিক্ষোভ আটকে রওনা করিয়ে দেওয়া হয় ওই তৃনমূল নেতার গাড়ি ।
নবান্ন অভিযান ঘিরে বাম ছাত্র ও যুবদের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জ এবং তার পরিপ্রেক্ষিতে শুক্রবারের বনধের সমর্থনে এদিন রাতে বারাসতে এক মিছিলের আয়োজন করে বামেরা । মিছিলের নেতৃত্বে ছিলেন জেলার বাম নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় , সিপিএম নেতা দেবব্রত বসু । বাম কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সেই মিছিল আয়োজিত হয় বারাসতের চাঁপাডালি মোড় থেকে ।
মিছিল ফ্লাইওভার ধরে এগোতে থাকে কলোনী মোড়ের দিকে । সেই সময় হাবরায় দলীয় সভা সেরে ফ্লাইওভার ধরে বারাসতের কলোনী মোড়ের দিকে যাচ্ছিল তৃনমূল নেতা মদন মিত্রের গাড়ি । মিছিলের জেরে থমকে যায় প্রাক্তন পরিবহন মন্ত্রীর গাড়ি । এরপরই মদন মিত্রের গাড়ি ঘিরে শুরু হয় মিছিলে সামিল হওয়া বাম কর্মী-সমর্থকদের বিক্ষোভ । চলে স্লোগানও । স্লোগান ওঠে "চাল চোরের সরকার,আর নেই দরকার।" আর তাতেই ক্ষেপে গিয়ে গাড়ি থেকে নেমে পড়েন তৃনমূল নেতা মদন মিত্র ।