বারাসত, 2 ফেব্রুয়ারি : উত্তর ২৪ পরগনা জেলা বার অ্যাসোসিয়েশনের দখল নিল বাম-কংগ্রেস জোট। রুখে দিল তৃণমূলকে। ১৩টির মধ্যে ৮টি আসনে জয়লাভ করেছে জোট। এর মধ্যে বামেরা পেয়েছে ৫টি আসন, কংগ্রেসে জিতেছে ৩টিতে । বাকি ৫টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তৃণমূলকে ।
গতরাতে জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল প্রকাশিত হয় । তাতেই সামনে আসে জোটের কেরামতি । এভাবে তৃণমূলকে রুখে দিয়ে উজ্জীবিত বাম ও কংগ্রেসের আইনজীবীরা । আগামী দিনে অন্য নির্বাচনেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন তাঁরা।
২৮ জানুয়ারি জেলা বার অ্যাসোসিয়েশনের ১৩টি আসনে ভোট হয় । ভোটার ছিলেন ১,৬৬৮ জন । ১,২৬৬ জন ভোট দেন । ফল বেরোলে দেখা যায় তৃণমূলকে পিছনে ফেলে বাম-কং জোট এগিয়ে গেছে। শেষ পর্যন্ত ৮-৫ আসনের ব্যবধানে জেলা বার দখল করে জোট । পাশাপাশি সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ, যুগ্ম-সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ জোটের দখলে গেছে । বারের কার্যকরী সদস্যের ৫ জনের মধ্যে ৩ জনই জয়ী হয়েছেন জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ।