বারাসত, 20 জানুয়ারি : জঞ্জালে ঢেকেছে গোটা শহর । নোংরা,আবর্জনার দুর্গন্ধে পথ চলায় দায় হয়ে পড়েছে শহরবাসীর । এই অবস্থায় শহর জঞ্জালমুক্ত করার দাবিতে পথে নামল বাম ও কংগ্রেসের মহিলা সংগঠন । এমনই ছবি ধরা পড়ল উত্তর 24 পরগনার বারাসত শহরে ৷ এদিন পৌরসভার সামনে বিক্ষোভে সামিল হন সংগঠনের মহিলা কর্মীরা ৷ বেশ কিছুক্ষণ অবরোধ করেন তাঁরা ৷ পরিস্থিতি সামাল দিতে পৌরসভার সামনে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী ৷ আন্দোলনকারীদের দাবি যে নায্য তা কার্যত স্বীকার করে নিয়েছেন পৌরসভার জঞ্জাল বিভাগের প্রাক্তন পৌর পারিষদ ও প্রশাসক মণ্ডলীর সদস্য তাপস দাশগুপ্ত ।
বারাসত পৌরসভার 35টি ওয়ার্ডের যাবতীয় জঞ্জাল বাড়ি বাড়ি থেকে ভ্যাটের গাড়িতে করে তুলে ফেলা হত কদম্বগাছির ডাম্পিং গ্রাউন্ডে । ভ্যাটের নোংরা, আবর্জনার দূষিত জলে চাষের ক্ষতি হওয়ার পাশাপাশি এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এই অভিযোগে ইতিমধ্যে আন্দোলন শুরু করেছেন কদম্বগাছির বিভিন্ন এলাকার বাসিন্দারা । গত সাতদিন ধরে লাগাতার আন্দোলনের জেরে পৌরসভার সাফাই কর্মীরা জঞ্জাল ফেলতে পারছেন না ডাম্পিং গ্রাউন্ডে । যার ফলে ওয়ার্ডে ওয়ার্ডে ময়লা,আবর্জনা তোলাও বন্ধ হয়ে গিয়েছে । থমকে গিয়েছে জঞ্জাল সরানোর কাজও । পৌরসভার বিভিন্ন অলিগলি ও রাজপথ আকার নিয়েছে জঞ্জালের স্তূপের । সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে নোংরা ও আবর্জনা । কার্যত জঞ্জালে মুখ ঢেকেছে গোটা বারাসত শহর । আবর্জনার দুর্গন্ধে রাস্তা দিয়ে যাতায়াত করাই দায় হয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে পথচলতি মানুষজনের । এসবের মধ্যেই এবার শহর জঞ্জাল মুক্ত করার দাবিতে পথে নামলেন বাম ও কংগ্রেসের মহিলা সংগঠনের কর্মী-সমর্থকরা ।