পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লেকটাউনের পুজোর থিমে নবপত্রিকা

সপ্তমীর সকালের নবপত্রিকাকে স্নান করিয়ে শুরু হয় মাতৃ আরাধনা ৷ নবপত্রিকা যে আসলে নয়টি উদ্ভিদের সমাহার, তা অনেকেরই অজানা । তাই লেকটাউন অধিবাসীবৃন্দের এবারের থিম সেই সনাতন দুর্গাপুজোর রীতি সকলকে স্মরণ করিয়ে দিচ্ছে ৷

লেকটাউন

By

Published : Oct 7, 2019, 1:53 PM IST

Updated : Oct 7, 2019, 2:37 PM IST

লেকটাউন, 7 অক্টোবর: বাংলায় দুর্গাপুজো এখন মেগা কার্নিভাল৷ থিম পুজো আর সনাতন পুজোর টক্করে পুজোর রীতিনীতি ভুলতে বসেছে বাঙলি ৷ তাই এবার নবপত্রিকাকেই পুজোর থিম করেছে লেকটাউন অধিবাসীবৃন্দ ।

সপ্তমীর সকালের নবপত্রিকাকে স্নান করিয়ে শুরু হয় মাতৃ আরাধনা ৷ নবপত্রিকা যে আসলে নয়টি উদ্ভিদের সমাহার, তা অনেকেরই অজানা । তাই লেকটাউন অধিবাসীবৃন্দের এবারের থিম সেই সনাতন দুর্গাপুজোর রীতি সকলকে স্মরণ করিয়ে দিচ্ছে ৷

লেকটাউন অধিবাসীবৃন্দের মণ্ডপ প্রাঙ্গণে নবপত্রিকার নটি অধিষ্ঠাত্রী দেবীর মূর্তি রয়েছে । সেই সঙ্গে নবপত্রিকা উৎসর্গের কাহিনীর বর্ণনা রয়েছে মণ্ডপে । মণ্ডপ তৈরি হয়েছে কাগজ, কাপড় ও নানা ধরণের পাইপ দিয়ে ।

দেখুন প্রতিবেদন

পুজো কমিটি জানিয়েছে, মন্দার প্রভাব পড়েছে তাদের পুজোয় । বিজ্ঞাপনদাতাদের অনেকেই এবার পুজোয় বিজ্ঞাপন দেননি । তাই পুজোর বাজেট কাটছাঁট করতে হয়েছে । তবে কম বাজেটেও যে আকর্ষণীয় পুজোর আয়োজন করা যায়, তা দেখিয়েছে লেকটাউন অধিবাসীবৃন্দ ৷ মণ্ডপে ভিড় হচ্ছে ভালোই ৷

Last Updated : Oct 7, 2019, 2:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details