পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাইক চুরি চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার পুলিশ - bidhan nagar

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বাইক চুরি চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করল লেকটাউন থানার পুলিশ।

প্রতীকী ছবি

By

Published : Feb 23, 2019, 7:41 PM IST

বিধাননগর, ২৩ ফেব্রুয়ারি : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বাইক চুরি চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করল লেকটাউন থানার পুলিশ। ধৃতরা বিধাননগর কমিশনারেটের লেকটাউন বাঙুর এলাকায় বাইক চুরি চক্রের মূল পান্ডা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সুমন্ত দত্ত ও সুরজিৎ দে। দু'জনেই নদিয়ার চাকদার বাসিন্দা।

বেশ কয়েকদিন ধরেই লেকটাউন বাঙুর এলাকায় বাইক চুরির ঘটনা ঘটছে। পুলিশ খবর পেয়ে তদন্ত শুরু করে। সূত্র মারফত পুলিশ জানতে পারে এলাকায় বাইক চোরদের আনাগোনা বেড়েছে। গতকাল রাতে পুলিশি টহলদারি ভ্যানে কর্তব্যরত পুলিশকর্মীরা দেখেতে পান, বাঙুর এলাকায় দুই যুবক একটি বাইকের তালা ভাঙার চেষ্টা করছে। পুলিশের হাতে তারা ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা জানায়, ভারত বাংলাদেশ সীমান্তে বাইক পাচারকারী চক্রের সঙ্গে তারা জড়িত।

প্রসঙ্গত, বাংলাদেশে ইমপোর্ট ডিউটি অর্থাৎ আয়াত শুল্ক অনেক বেশি থাকার কারণে বাইকের দাম অত্যন্ত বেশি। সেখানে ভারতের বাইকের ব্যাপক চাহিদা রয়েছে। কারণ, এই চুরি যাওয়া বাইকগুলি কম দামে পাওয়া যায়। পাশাপাশি বাংলাদেশে ভুটভুটির ইঞ্জিন হিসেবে বাইকের ইঞ্জিন ব্যবহার হয়।

ABOUT THE AUTHOR

...view details