দেগঙ্গা, 6 নভেম্বর: সাতসকালে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর চাঁদপুর গ্রাম । জানা গিয়েছে, রবিবার সকালে উত্তর 24 পরগনায় দেগঙ্গার এই গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ হয় । এই ঘটনায় 2 জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন । তাঁদের দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । নির্মীয়মাণ বাড়ি থেকে পাওয়া যায় তিনটি বোমা উদ্ধার করে পুলিশ । সেগুলি একটি জল ভরতি বালতিতে ডুবিয়ে নিয়ে যায় তারা । এই ঘটনায় পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা হাফিজ আলী মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। কী কারণে ওই নির্মীয়মাণ বাড়িতে বোমা মজুত করা হল তা খতিয়ে দেখছে পুলিশ ।
সূত্রের খবর, ওই পঞ্চায়েত সদস্যের নির্মীয়মাণ বাড়িতে এদিন সকালে সিঁড়ির নীচের অংশটি পরিষ্কার করছিলেন 2 জন শ্রমিক । একজন রাজমিস্ত্রির তত্ত্বাবধানে বাড়িটির সিঁড়ি তৈরির কাজ করতে এসেছিলেন শ্রমিকেরা । পরিষ্কার করার সময় হঠাৎ কোদালের ঘা মারতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । স্থানীয়রা ছুটে এসে দেখেন, নির্মীয়মাণ সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে 2 জন শ্রমিক । এই ঘটনার পিছনে দলেরই একাংশের চক্রান্ত রয়েছে, অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের ঘনিষ্ঠদের ।
রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজির ঘটনায় বারবার খবরের শিরোনামে এসেছে দেগঙ্গা ব্লক । গণ্ডগোল থামার লক্ষণ নেই । পঞ্চায়েত নির্বাচনের সময় এগিয়ে আসছে ৷ তত এই ধরনের ঘটনা বেড়ে চলেছে ৷ বেশিরভাগ ঘটনার নেপথ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ । এই দ্বন্দ্বের জেরে শনিবার দেগঙ্গার কলসুর পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পের অদূরে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজির ঘটনা ঘটে । তাতে কেউ হতাহত না হলেও বোমাবাজির ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় দুয়ারে সরকার ক্যাম্প ।