পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন উপেক্ষা করে ভিন জেলার শ্রমিকদের ঘরে ফেরার তাড়া - বারাসত

লকডাউন উপেক্ষা করেই ভিন জেলা থেকে শ্রমিকদের ঘরে ফেলার হুড়োহুড়ি । কোরোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার জমায়েত না করার উপদেশ দিচ্ছেন ৷ সেখানে, দেখা যাচ্ছে একসঙ্গে অনেক শ্রমিক জমায়েত করে বাড়ি ফিরছেন ৷

Labours ignoring lockdown, coming back to hometown
লক ডাউন উপেক্ষা করেই ভিন জেলার শ্রমিকদের ঘরে ফেরার হুড়োহুড়ি

By

Published : Mar 23, 2020, 1:58 PM IST

Updated : Mar 23, 2020, 3:16 PM IST

বারাসত, 23 মার্চ : লকডাউন উপেক্ষা করেই ভিন জেলা থেকে শ্রমিকদের ঘরে ফেলার হুড়োহুড়ি । কোরোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার জমায়েত না করার উপদেশ দিচ্ছেন ৷ সেখানে, দেখা যাচ্ছে একসঙ্গে অনেক শ্রমিক জমায়েত হয়ে বাড়ি ফিরছেন ৷

আবার অনেকে গাড়ির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন । গাড়ি না পেয়ে অধিকাংশ শ্রমিক বেশি টাকায় গাড়ি ভাড়া করে বাড়িতে ফিরতে বাধ্য হচ্ছেন । এরকম দৃশ্যই ধরা পড়ল বারাসতের কলোনি মোড়ে । রাস্তায় পর্যাপ্ত গাড়ি না পেয়ে বাধ্য হয়েই চড়া দামে ছোট গাড়ি ভাড়া করে একসঙ্গে তাঁদের ফিরতে হচ্ছে বলে অভিযোগ ৷ যদিও, এর পিছনে গাড়ি না থাকার অজুহাত দেখাচ্ছেন গাড়ি চালকেরা ।

কোরোনা প্রতিরোধে আজ বিকেল 5টা থেকে কলকাতা-সহ সমস্ত পৌর শহর ও সম্বলিত এলাকায় লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার । তার আগে অবশ্য রেল, মেট্রো,ও আন্তঃরাজ্য বাস চলাচল বন্ধের ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে । লকডাউন জারি হওয়ার আগেই বিভিন্ন জেলার শ্রমিকরা বাড়ি ফিরতে চাইছেন । মুর্শিদাবাদ,রানাঘাট,বহরমপুর,লালগোলার শ্রমিকরা পড়েছেন বিপদে । বাস ও অন্যান্য গাড়ি না পেয়ে চড়া টাকায় ছোট গাড়ি ভাড়া করে মুর্শিদাবাদে বাড়ির দিকে রওনা হয়েছেন আবু বক্কর, আতাউরের মতো প্রায় জনা 50 শ্রমিক । রীতিমতো গাড়িতে গুঁতোগুতি করে বাড়ি ফিরছেন শ্রমিকরা ।

লকডাউন উপেক্ষা করেই ভিন জেলার শ্রমিকদের ঘরে ফেরার তাড়া

আবু বক্কর বলেন,"বাড়িতে ফিরবে কীভাবে ৷ না ট্রেন আছে,না বাস । তাই, এক একজন 1200 টাকা করে দিয়ে এই ছোটো গাড়ি ভাড়া করে বাড়ি ফিরেছি । " প্রসঙ্গত, কোরোনা মোকাবিলায় দেশে রেল ও মেট্রো পরিষেবা ইতিমধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার । যা বলবৎ থাকবে 31 মার্চ পর্যন্ত । কেন্দ্রীয় সরকারের সুপারিশ মেনে রাজ্য সরকারও কলকাতা সহ প্রায় 23 টি জেলায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে । যা আজ বিকেল 5টা থেকে জারি হবে । চলবে 27 মার্চ পর্যন্ত । এই অবস্থায় রাজ্যের বাইরে ও ভিন জেলা থেকে শ্রমিকদের ঘরে ফেরার হুড়োহুড়ি পড়ে গিয়েছে ।

Last Updated : Mar 23, 2020, 3:16 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details