ব্য়ারাকপুর, 1 জুন : উত্তর 24 পরগনার বন্ধ জগদ্দল জুটমিল খোলার দাবিতে কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভে বসলেন কর্মহীন শ্রমিকরা ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে রাশ টানতে রাজ্যজুড়ে কার্যত লকডাউন ঘোষণা করেছে সরকার ৷ তারপর থেকেই বন্ধ রয়েছে জগদ্দল জুটমিল ৷ যার জেরে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় আড়াই হাজার শ্রমিক ৷ রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অর্ধাহার, অনাহারে দিন কাটছে তাঁদের ও তাঁদের পরিবারের সদস্যদের ৷ এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কারখানা খোলা এবং বকেয়া বেতনের দাবিতে জগদ্দল জুট মিলের সামনের রাস্তায় বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা ৷ যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ঘোষপাড়া রোড ৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার পুলিশ।
শ্রমিকদের সমর্থন জানিয়ে এই বিক্ষোভে সামিল হয়েছে বাম কর্মী সংগঠন সিটুও ৷ সংগঠনের উত্তর 24 পরগনার জেলা সম্পাদক গার্গী চট্টোপাধ্যায় জানান, শ্রমিকদের আন্দোলনে তাঁরা সব সময় পাশে রয়েছেন ৷ গার্গীর অভিযোগ, কর্তৃপক্ষ কোনওরকম আগু-পিছু না ভেবেই হঠকারি সিদ্ধান্ত নিয়েছে ৷