পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেতন বৃদ্ধি হয়নি, মানসিক চাপে আত্মঘাতী শ্রমিক - , bishnupur police station

বেতন বৃদ্ধি না হওয়ায় আত্মঘাতী এক শ্রমিক । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার রামনগরের ।

মৃত শ্রমিক

By

Published : Sep 19, 2019, 3:35 PM IST

Updated : Sep 20, 2019, 8:37 AM IST

বিষ্ণুপুর, 19 সেপ্টেম্বর : ফাইবারের জিনিস তৈরির কারখানার এক শ্রমিকের রহস্যমৃত্যু । মৃতের নাম উজ্জ্বল নস্কর । পরিবার সূত্রে খবর, কাজের অত্যধিক চাপ এবং বেতন বৃদ্ধি বা বোনাস কিছুই হচ্ছিল না । তার জেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে সে । ঘটনাটি উত্তর 24 পরগনার রামনগরের । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।

দেখুন ভিডিয়ো

স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কোনও ঝামেলা ছিল না উজ্জ্বলের । এদিকে, কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, পারিবারিক কারণেই আত্মঘাতী হয়েছে সে ।

ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।

Last Updated : Sep 20, 2019, 8:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details